Ajker Patrika

নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা তিনটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে গরুগুলো আটক করা হয়।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে গরুগুলো আটক করা হলেও চোরাকারবারিরা পালিয়ে যায়।

লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নীতপুর বিওপির সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনজন চোরাকারবারি তাদের কাছে থাকা গরুগুলো ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল তিনটি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে। যার মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

আটক ভারতীয় গরুগুলো নজিপুর কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত