পাকিস্তানের নির্বাচন: ইইউ-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের উদ্বেগ ও সুষ্ঠু তদন্তের আহ্বান
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে পৃথক বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যেসব অনিয়ম সম্পর্কে খবর পাওয়া গেছে, সেসবের সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।