Ajker Patrika

এআই দিয়ে বানানো ভিডিওতে বিজয়ের বার্তা দিলেন ইমরান খান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৩২
এআই দিয়ে বানানো ভিডিওতে বিজয়ের বার্তা দিলেন ইমরান খান

পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন দলটির কারাবন্দী নেতা ইমরান খান। তিনি বলেছেন, ‘জাতির অভূতপূর্ব লড়াইয়ের মাধ্যমে পিটিআইয় ভূমিধস বিজয়’ পেয়েছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এই ভিডিও বার্তা ইমরান খানের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে। 

ইমরান খান কারাগারে, সেই সঙ্গে তাঁর দল পিটিআই সদস্যদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গ্রেপ্তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে সমর্থকদের কাছে বার্তা পৌঁছাতে এর আগেও নেতারা এআই ব্যবহার করেছেন। 

পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ঘোষিত ২৪১টি আসনের ৯৮টিতে জিতেছেন। আরও ২৩টি আসনের ফলাফল ঘোষণার অপেক্ষা। 

সমর্থকদের উদ্দেশে এআই দিয়ে তৈরি বার্তায় ইমরান খান বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে পিটিআই সমর্থকদের ব্যাপক জনসমর্থন দেখে সবাই হতবাক হয়েছে। 

তিনি পিএমএল–এন নেতা নওয়াজ শরিফকে ‘ছোটলোক’ বলে নিন্দা জানিয়ে বলেন, ‘কোনো পাকিস্তানি তাঁকে গ্রহণ করবে না।’ 

ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে ইমরান বলেন, ‘আন্তর্জাতিক মিডিয়াও এই বোকামি নিয়ে মন্তব্য করছে। আমার বন্ধু পাকিস্তানিরা, আপনারা ইতিহাস তৈরি করেছেন। আমি আপনাদের জন্য গর্বিত এবং আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর শুকরিয়া করি।’ 

পিটিআই নেতা বলেন, ‘এখন, কেউ আমাদের আটকাতে পারবে না। সবশেষে, চিন্তা করবেন না, উদ্‌যাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। দুই বছরের নিপীড়ন ও অবিচারের পরও আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছি। আপনাদের ভোটের শক্তি সবাই দেখেছে, এখন আপনার ভোট রক্ষা করতে প্রস্তুত থাকুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত