নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীর হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। এতে অনিক মাহবুব চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের সবাই ছাত্রদলের সঙ্গে যুক্ত।
মামলায় জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের একটি ওরসে গেলে বাপ্পীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাপ্পীর হাত ও পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত বাপ্পীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে বাপ্পীকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর শ্যামলী হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া বাদী হয়ে মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার পরপরই এ মামলার এজাহারভুক্ত আসামি জেলা সদরের অনন্তপুর গ্রামের রনি মিয়াকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী তাঁর ওপর হামলাকারীদের নাম বলেন। তাঁর জবানবন্দির ভিডিও ধারণ করেন স্বজনেরা। ভিডিওকে বাপ্পীকে বলতে শোনা যায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ সদর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে আরও ১৫-২০ জন ছিল।
ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, মামলার পরপরই এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নেত্রকোনা পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীর হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। এতে অনিক মাহবুব চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের সবাই ছাত্রদলের সঙ্গে যুক্ত।
মামলায় জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের একটি ওরসে গেলে বাপ্পীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাপ্পীর হাত ও পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত বাপ্পীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে বাপ্পীকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর শ্যামলী হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া বাদী হয়ে মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার পরপরই এ মামলার এজাহারভুক্ত আসামি জেলা সদরের অনন্তপুর গ্রামের রনি মিয়াকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী তাঁর ওপর হামলাকারীদের নাম বলেন। তাঁর জবানবন্দির ভিডিও ধারণ করেন স্বজনেরা। ভিডিওকে বাপ্পীকে বলতে শোনা যায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ সদর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে আরও ১৫-২০ জন ছিল।
ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, মামলার পরপরই এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এই মামলা হয়।
২১ ঘণ্টা আগেযৌতুকের জন্য কোনো নারীকে তাঁর স্বামী বা স্বামীর পরিবারের কেউ বা তাঁর পক্ষে কেউ নির্যাতন করলেই সব ক্ষেত্রে ভুক্তভোগী নারীরা আর সরাসরি মামলা করতে পারবে না। কোনো কোনো ক্ষেত্রে নির্যাতিত নারীকে মামলার আগে সালিসের পথে যেতে হবে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি আইনগত সহায়তা প্রদান আইন সংশোধন করে নতুন যে
১ দিন আগেরাজধানীর মগবাজারের আবাসিক হোটেলে সন্তানসহ দম্পতির মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়া বলেই মনে করছে পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসক। এজন্য মৃত সৌদি প্রবাসী মনির হোসেনের চাচাতো চাচা ও ঢাকার হাসনাবাদে মনিরের বাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে সন্দেহ করছে পুলিশ।
৪ দিন আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও আয়োজকদের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ দিন আগে