Ajker Patrika

হাতিরঝিল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩০
হাতিরঝিল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ অংশের পানি থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ওই নারীর আনুমানিক বয়স ৫০ বছর।

আজ শুক্রবার দুপুরে হাতিরঝিলের পানি থেকে ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে হাতিরঝিল থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরে হাতিরঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করার চেষ্টা চলছে।

জানা গেছে, আজ বেলা ১১টার কিছুপর স্থানীয়রা হাতিরঝিলে মরদেহসদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেউ হত্যা করে ফেলে দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত