রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার রামগড় ও সোনাইপুল বাজারে একের পর এক চুরি-ডাকাতি বাড়ছে। দিনে-দুপুরে একের পর এক চুরির কারণে ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেশ কয়েকটি আলোচিত চুরি-ডাকাতির ঘটনায় সঙ্গে জড়িতরা ধরা না পড়ার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, চুরির পর থানা-পুলিশের পরিদর্শন, সংশ্লিষ্টদের সভা-সেমিনার ছাড়া আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কোনো অগ্রগতি নেই। ফলে দিনে দিনে শঙ্কা আরও বাড়ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গত মঙ্গলবার সোনাইপুল বাজার কমিটির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মমতা আফরিন, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল, পৌর মেয়র ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামগড় থানার সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দিয়েছেন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী থানায় মামলাও করেছেন।
একাধিক ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১২ মে (শুক্রবার) দুপুরে সোনাইপুল বাজারের মজুমদার মার্কেটে মেসার্স শাহজাহান স্টোরে চুরির ঘটনা ঘটে। এতে মো. শাহজাহানের দোকানের তালা কেটে ক্যাশবাক্স ভেঙে অন্তত ৮ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে ৩০ এপ্রিল একই বাজারের কাজী মার্কেটে সাথী মেডিকেলে একইভাবে প্রায় ৭০ হাজার টাকা ডাকাতি করা হয়। ২ এপ্রিল রামগড় বাজারে শফি কোম্পানির মার্কেটে মো. রফিকের রিয়া গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘরের আড়াই লাখ টাকা ও ১৩ মার্চ রামগড় মধ্য বাজারে কালার্স ফ্যাশন শাড়ি ঘরে চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তারও আগে ২১ ফেব্রুয়ারি বিজয় ভাস্কর্য এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গত ৬ জুন দিবাগত রাতে রামগড় বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের ৫০ গজ দূূরে কুইন টেলিকমে চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৬ মে (মঙ্গলবার) মহামুনি নিজ বাড়ির সামনে থেকে আলী আক্কাস নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহজাহান জানান, বিকেলে দোকানে এসে দেখি তালা কাটা ও ক্যাশবাক্স ভেঙে তার প্রায় ৮ লাখ টাকা নিয়ে গেছে। তবে চোরদের দোকানে ঢোকা ও চুরির দৃশ্য সিসি টিভিতে দেখা যাচ্ছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন।
রামগড় বাজারের ব্যবসায়ী লিটন বলেন, ‘আমার দোকানে প্রায় নগদ ৫ লাখ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। দোকান থেকে দামি দামি বেশ কিছু ডিভাইস নিয়ে গেছে চোর। সকালে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা যাওয়ার পর আজ অবধি পুলিশ চোরাইকৃত মালামাল ও চোরদের আটক করতে পারেনি।’
এর কিছুদিন পর সফি কোম্পানি মার্কেটের সুইটি জুয়েলার্সের দোকানে ডাকাতি হয়। চোর চক্র দিনে-দুপুরে তালা ভেঙে ১০-১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা থেকে মেমোরি কার্ড নিয়ে গেলেও আজও ডাকাতের দল ধরাছোঁয়ার বাইরে।
সোনাইপুল বাজার কমিটির সভাপতি শাহরিয়ার ইসলাম শাহেদ বলেন, ‘বাজার কমিটি থেকে নিরাপত্তা বাড়ানো হলেও দিন-দুপুরে চুরি রোধ করা যাচ্ছে না। কয়েক দিন পরপর কোথাও না কোথায় চুরি সংঘটিত হচ্ছে। চুরি রোধে প্রশাসন আরও আন্তরিক না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।’
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সম্প্রতি সোনাইপুল বাজারে চুরির ঘটনায় মামলা হয়েছে। চোর শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অধিকতর গুরুত্বের সঙ্গে কাজ করছে। আশা করছি শিগ্গিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
খাগড়াছড়ির রামগড় পৌরসভার রামগড় ও সোনাইপুল বাজারে একের পর এক চুরি-ডাকাতি বাড়ছে। দিনে-দুপুরে একের পর এক চুরির কারণে ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেশ কয়েকটি আলোচিত চুরি-ডাকাতির ঘটনায় সঙ্গে জড়িতরা ধরা না পড়ার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, চুরির পর থানা-পুলিশের পরিদর্শন, সংশ্লিষ্টদের সভা-সেমিনার ছাড়া আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কোনো অগ্রগতি নেই। ফলে দিনে দিনে শঙ্কা আরও বাড়ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গত মঙ্গলবার সোনাইপুল বাজার কমিটির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মমতা আফরিন, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল, পৌর মেয়র ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামগড় থানার সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দিয়েছেন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী থানায় মামলাও করেছেন।
একাধিক ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১২ মে (শুক্রবার) দুপুরে সোনাইপুল বাজারের মজুমদার মার্কেটে মেসার্স শাহজাহান স্টোরে চুরির ঘটনা ঘটে। এতে মো. শাহজাহানের দোকানের তালা কেটে ক্যাশবাক্স ভেঙে অন্তত ৮ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে ৩০ এপ্রিল একই বাজারের কাজী মার্কেটে সাথী মেডিকেলে একইভাবে প্রায় ৭০ হাজার টাকা ডাকাতি করা হয়। ২ এপ্রিল রামগড় বাজারে শফি কোম্পানির মার্কেটে মো. রফিকের রিয়া গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘরের আড়াই লাখ টাকা ও ১৩ মার্চ রামগড় মধ্য বাজারে কালার্স ফ্যাশন শাড়ি ঘরে চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তারও আগে ২১ ফেব্রুয়ারি বিজয় ভাস্কর্য এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গত ৬ জুন দিবাগত রাতে রামগড় বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের ৫০ গজ দূূরে কুইন টেলিকমে চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৬ মে (মঙ্গলবার) মহামুনি নিজ বাড়ির সামনে থেকে আলী আক্কাস নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহজাহান জানান, বিকেলে দোকানে এসে দেখি তালা কাটা ও ক্যাশবাক্স ভেঙে তার প্রায় ৮ লাখ টাকা নিয়ে গেছে। তবে চোরদের দোকানে ঢোকা ও চুরির দৃশ্য সিসি টিভিতে দেখা যাচ্ছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন।
রামগড় বাজারের ব্যবসায়ী লিটন বলেন, ‘আমার দোকানে প্রায় নগদ ৫ লাখ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। দোকান থেকে দামি দামি বেশ কিছু ডিভাইস নিয়ে গেছে চোর। সকালে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা যাওয়ার পর আজ অবধি পুলিশ চোরাইকৃত মালামাল ও চোরদের আটক করতে পারেনি।’
এর কিছুদিন পর সফি কোম্পানি মার্কেটের সুইটি জুয়েলার্সের দোকানে ডাকাতি হয়। চোর চক্র দিনে-দুপুরে তালা ভেঙে ১০-১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা থেকে মেমোরি কার্ড নিয়ে গেলেও আজও ডাকাতের দল ধরাছোঁয়ার বাইরে।
সোনাইপুল বাজার কমিটির সভাপতি শাহরিয়ার ইসলাম শাহেদ বলেন, ‘বাজার কমিটি থেকে নিরাপত্তা বাড়ানো হলেও দিন-দুপুরে চুরি রোধ করা যাচ্ছে না। কয়েক দিন পরপর কোথাও না কোথায় চুরি সংঘটিত হচ্ছে। চুরি রোধে প্রশাসন আরও আন্তরিক না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।’
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সম্প্রতি সোনাইপুল বাজারে চুরির ঘটনায় মামলা হয়েছে। চোর শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অধিকতর গুরুত্বের সঙ্গে কাজ করছে। আশা করছি শিগ্গিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৭ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৮ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৫ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫ দিন আগে