Ajker Patrika

বেগমগঞ্জে ‘পাওনা টাকার জেরে’ যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০০
Thumbnail image

নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. সোহেল (৩০) নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তিনি চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজিরপুর এলাকার সোহেলের কাছে ১৩০টাকা পেতেন আলীপুর এলাকার সোহেল। তাঁরা দুজনই দিনমজুর। পাওনা টাকা নিয়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আলীপুর বলির দোকান এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন। শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ঘটনার দিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডায় এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেলের (২৮) নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত