নোয়াখালী প্রতিনিধি
চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও জাবেদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার এবং স্বজনেরা। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আজ রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালন করেন তাঁরা। এতে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্বজনেরা কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। এ সময় তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে শনিবার রাতে চট্টগ্রাম থেকে একটি ফ্রিজার ভ্যানে করে নোয়াখালীতে নিহত কলির লাশ আনা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে জানা যায়, পুলিশের এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।
গত ২০১৪ সালে মিজানুর রহমান জাবেদের সঙ্গে পারিবারিকভাবে ফাতেমা আক্তার কলির বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু জাবেদের বদ মেজাজি স্বভাবের কারণে বিভিন্ন সময় কলিকে মারধরের শিকার হতে হয়েছে। এরই মধ্যে পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জাবেদ। একই সঙ্গে পুলিশে চাকরি করার সুবাদে বেআইনিভাবে টাকা উপার্জন করতে শুরু করেন তিনি। এ ছাড়া এসব ঘটনা নিয়ে প্রতিবাদ করলে জাবেদ কলিকে হত্যার হুমকি দেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এরই জের ধরে গত ৬-৭ মাস আগে কলিকে মারধর করলে তিনি মাথায় ও চোখে আঘাত পান।
গত শুক্রবার বিকেলের কোনো এক সময় ফাতেমা আক্তার কলিকে মারধর করা হয়। এরপর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানানো হয়। কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে রোববার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন কলির বাবা আহছান উল্যাহ্।
হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ পাঁচজনকে আসামি করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেন আত্মহত্যা প্ররোচনা মামলা করা হলো- এ বিষয়ে জানতে চাইলে নিহতের বাবা আহছান উল্যাহ্ বলেন, ‘মেয়ের মৃত্যুর খবরে আমরা জ্ঞানশূন্য ছিলাম। লাশ নোয়াখালী আনার জন্য প্রশাসনিক প্রক্রিয়ার সময় মিজানুর রহমান জাবেদ ও তাঁর ছোট ভাই জুয়েল এজাহারটি লিখে এনে আমার (আহছান উল্যাহ্) কাছ থেকে স্বাক্ষর নিয়ে চলে যায়। কলিকে তাঁর স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে। তাঁর কপালে গভীর আঘাত, হাত-পায়ের কাটার দাগ ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আগামীকাল সোমবার এ ঘটনায় আমরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করব।’
চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও জাবেদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার এবং স্বজনেরা। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আজ রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালন করেন তাঁরা। এতে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্বজনেরা কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। এ সময় তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে শনিবার রাতে চট্টগ্রাম থেকে একটি ফ্রিজার ভ্যানে করে নোয়াখালীতে নিহত কলির লাশ আনা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে জানা যায়, পুলিশের এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।
গত ২০১৪ সালে মিজানুর রহমান জাবেদের সঙ্গে পারিবারিকভাবে ফাতেমা আক্তার কলির বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু জাবেদের বদ মেজাজি স্বভাবের কারণে বিভিন্ন সময় কলিকে মারধরের শিকার হতে হয়েছে। এরই মধ্যে পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জাবেদ। একই সঙ্গে পুলিশে চাকরি করার সুবাদে বেআইনিভাবে টাকা উপার্জন করতে শুরু করেন তিনি। এ ছাড়া এসব ঘটনা নিয়ে প্রতিবাদ করলে জাবেদ কলিকে হত্যার হুমকি দেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এরই জের ধরে গত ৬-৭ মাস আগে কলিকে মারধর করলে তিনি মাথায় ও চোখে আঘাত পান।
গত শুক্রবার বিকেলের কোনো এক সময় ফাতেমা আক্তার কলিকে মারধর করা হয়। এরপর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানানো হয়। কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে রোববার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন কলির বাবা আহছান উল্যাহ্।
হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ পাঁচজনকে আসামি করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেন আত্মহত্যা প্ররোচনা মামলা করা হলো- এ বিষয়ে জানতে চাইলে নিহতের বাবা আহছান উল্যাহ্ বলেন, ‘মেয়ের মৃত্যুর খবরে আমরা জ্ঞানশূন্য ছিলাম। লাশ নোয়াখালী আনার জন্য প্রশাসনিক প্রক্রিয়ার সময় মিজানুর রহমান জাবেদ ও তাঁর ছোট ভাই জুয়েল এজাহারটি লিখে এনে আমার (আহছান উল্যাহ্) কাছ থেকে স্বাক্ষর নিয়ে চলে যায়। কলিকে তাঁর স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে। তাঁর কপালে গভীর আঘাত, হাত-পায়ের কাটার দাগ ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আগামীকাল সোমবার এ ঘটনায় আমরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করব।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫