ইনজেকশনের দাম ১৭ কোটি রুপি, জোগাড় করে শিশুর জীবন বাঁচালেন সোনু সুদ
করোনায় যখন পুরো ভারত তছনছ, ঠিক তখন ‘মুশকিল আসান’ হয়ে দেখা দিলেন অভিনেতা সোনু সুদ। কোভিডে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি, জরুরি অক্সিজেন সরবরাহ, চিকিৎসা খরচ, রোগীদের খাবার—সবকিছুতেই তাঁর উপস্থিতি মানুষের মনে আশার সঞ্চার করে।