ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোট গ্রহণ হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। ভোটের আগে মুম্বাইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন রেখেছেন শাহরুখ, সালমান, অক্ষয়সহ অন্য শিল্পীরা।
আজ রোববার শাহরুখ এক্সে লিখেছেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এই সোমবার আমাদের মহারাষ্ট্রে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, ‘আমি বছরে ৩৬৫ দিন যা-ই করি না কেন, ২০ মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যা-ই ঘটুক না কেন! সুতরাং, আপনি যা করতে চান তা করুন, তবে গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা কী জয়।’
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সবার উদ্দেশে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা পাঁচ বছরে মাত্র একবারই আসে, সেটা হলো ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না। কারণ, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার রোববার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন।’
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য মুম্বাইয়ের সবার কাছে আবেদন রাখছি। অনুগ্রহ করে ২০ মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার ব্যবহার করুন।’
একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এঁদের মধ্যে সুনীল শেঠি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসেবে, আমি অবশ্যই ভোট দেব। ২০ মে, অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’
ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোট গ্রহণ হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। ভোটের আগে মুম্বাইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন রেখেছেন শাহরুখ, সালমান, অক্ষয়সহ অন্য শিল্পীরা।
আজ রোববার শাহরুখ এক্সে লিখেছেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এই সোমবার আমাদের মহারাষ্ট্রে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, ‘আমি বছরে ৩৬৫ দিন যা-ই করি না কেন, ২০ মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যা-ই ঘটুক না কেন! সুতরাং, আপনি যা করতে চান তা করুন, তবে গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা কী জয়।’
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সবার উদ্দেশে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা পাঁচ বছরে মাত্র একবারই আসে, সেটা হলো ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না। কারণ, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার রোববার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন।’
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য মুম্বাইয়ের সবার কাছে আবেদন রাখছি। অনুগ্রহ করে ২০ মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার ব্যবহার করুন।’
একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এঁদের মধ্যে সুনীল শেঠি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসেবে, আমি অবশ্যই ভোট দেব। ২০ মে, অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে