এসএ পরিবহন কুরিয়ারে অভিযান, ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
ভোলায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে। জব্দ করা মালপত্রের মূল্য প্রায় ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।