Ajker Patrika

পিরোজপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টায় থানায় অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টায় থানায় অভিযোগ

পিরোজপুরে গৃহবধূকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর পরিবার থানায় অভিযোগ করেছে। আজ রোববার ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী গৃহবধূ জানান, ভোর চারটার দিকে তাঁর স্বামী শৌচাগারের উদ্দেশ্যে বাইরে গেলে কয়েক যুবক তাঁর ঘরে প্রবেশ করে। পরে তাঁর স্বামী ঘরে ঢুকলে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে ওই তাঁকে ধর্ষণের চেষ্টা করে সংঘবদ্ধ চক্রটি। ঘটনার সময়ের ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে নিয়ে যায়। পরে সকালে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে খবর পেয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। 

গৃহবধূর স্বামী জানান, হঠাৎ করে ৪-৫ জন যুবক তাঁদের বাসায় ঢুকে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কয়েকজন বাসার সামনে পাহারা দেয়। সামনের হাইওয়ে রাস্তায় লোক জনের আসা যাওয়ার কারণে তাঁরা পালিয়ে যায়। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থালে পৌঁছাই। গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত