পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ জেলা ছাত্রলীগের নেতা অনিরুজ্জামান অনিককে আটক করে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।
অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
আহত ছাত্রলীগ নেতা রায়হান আহমেদকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়হান আহমেদে জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসে কাজ শেষে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে জানতে চান, তাঁর (অনিকের) খোঁজখবর নেন না কেন? এরপর নানা কথা বলতে বলতে হঠাৎ মারতে শুরু করেন। অনিকের সঙ্গে আসা লোকজনও তাঁকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিসে থেকে বের হলে জেলা অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে। অনিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ জেলা ছাত্রলীগের নেতা অনিরুজ্জামান অনিককে আটক করে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।
অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
আহত ছাত্রলীগ নেতা রায়হান আহমেদকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়হান আহমেদে জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসে কাজ শেষে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে জানতে চান, তাঁর (অনিকের) খোঁজখবর নেন না কেন? এরপর নানা কথা বলতে বলতে হঠাৎ মারতে শুরু করেন। অনিকের সঙ্গে আসা লোকজনও তাঁকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিসে থেকে বের হলে জেলা অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে। অনিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে