Ajker Patrika

যুবলীগের কর্মীর হাত বিচ্ছিন্ন করায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
যুবলীগের কর্মীর হাত বিচ্ছিন্ন করায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

পিরোজপুরের কদমতলায় যুবলীগের কর্মী নাদিম খানকে (৩৫) কুপিয়ে হাত বিচ্ছিন্ন করায় নামীয় ৩২ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আহত নাদিম খানের ফুফু তামান্না বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরে পুলিশ মিজান নামে একজনকে গ্রেপ্তার করেছে। 

যুবলীগের আহত কর্মী নাদিম খান সদর উপজেলার তেজদাসকাঠি এলাকার নজরুল ইসলাম খানের ছেলে। গ্রেপ্তারকৃত মিজান ভৈরমপুর এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে এবং কদমতলা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

জানা যায়, মামলায় কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিহাব হোসেন, তাঁর ছোট ভাই ফারুক হোসেন, ভাইয়ের ছেলে পিরোজপুরের ভাইস চেয়ারম্যান বায়েজীদ হোসেনসহ ৩২ জনকে নামীয় এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এক হাত বিচ্ছিন্ন আহত যুবলীগের কর্মী নাদিম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গত বৃহস্পতিবার রাতেই তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 

ঘটনার সময় মাসুদ শেখ (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তিনি উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে। 

মামলার আরজিতে বাদী জানান, তাঁর ভাইয়ের ছেলে নাদিম খানকে হত্যার উদ্দেশ্যে এজাহারনামীয় আসামিরা কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছেন। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে আরও ১৭-১৮টি কোপ দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব বলেন, আহত নাদিম খানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান মিলু বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মিজান নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত