Ajker Patrika

পাকিস্তানের ভিসা নিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের ভিসা নিয়ে প্রতারণা

ঢাকা: প্রতারণা শুরু হয়েছে পাকিস্তানের ভিসা নিয়ে। এ নিয়ে একটি চক্রও গড়ে উঠেছে বলে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন। আজ বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে এমনটি বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদেরকে ঢাকার পাকিস্তান হাই কমিশনের “অনুমোদিত এজেন্ট” হিসেবে দাবি করছে বলে হাই কমিশনের নজরে এসেছে। এটি স্পষ্ট করে বলা যাচ্ছে যে ঢাকায় পাকিস্তান হাই কমিশন কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সে কারণে ভিসা আবেদনকারীদের এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হল।

বিজ্ঞপ্তিতে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, পাকিস্তান সরকারের একটি অফিশিয়াল ভিসা আবেদনের পোর্টাল রয়েছে (www.visa.nadra.gov.pk), যার মাধ্যমে ব্যবহারকারীগণ অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পোর্টালটি প্রয়োজনীয় নির্দেশিকাও সরবরাহ করছে। ভিসা আবেদনকারীদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে এবং এই জাতীয় ব্যক্তিবর্গ বা চক্র সম্পর্কে পাকিস্তান হাইকমিশনের অবহিত করতে অনুরোধ করা হল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত