বিড়ালের অপেক্ষায় হাওরে বিদেশিনী
দেড় মাস আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়েছিলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। কিন্তু এখনো ফিরতে পারছেন না তিনি। ফিরবেন কীভাবে, প্রিয় সঙ্গীকে তো হারিয়ে ফেলেছেন তিনি। তাকে ফিরে পাওয়ার আশায় দেড় মাস ধরে ঘুরেফিরছেন হাওরের একূল-ওকূল।