রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (৪০) ও তাঁর ভাই রানা (৩৫)।
১০ মিনিট আগেনেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। আজ বুধবার জেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।
১৬ মিনিট আগেখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে