জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ৬৩ ভোট পেয়েছেন
জামালপুর-২ (ইসলামপুর) আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) ৬৩ ভোট পেয়েছেন। আসনে মোট ৯২টি কেন্দ্রের কোনো কোনোটিতে তিনি একটি করে ভোট পেলেও অধিকাংশ কেন্দ্রেই কোনো ভোট পাননি। তাতে তিনি শুধু জামানতই হারাননি, তাঁকে নিয়ে এলাকায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।