Ajker Patrika

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ৬৩ ভোট পেয়েছেন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
Thumbnail image

জামালপুর-২ (ইসলামপুর) আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) ৬৩ ভোট পেয়েছেন। আসনে মোট ৯২টি কেন্দ্রের কোনো কোনোটিতে তিনি একটি করে ভোট পেলেও অধিকাংশ কেন্দ্রেই কোনো ভোট পাননি। তাতে তিনি শুধু জামানতই হারাননি, তাঁকে নিয়ে এলাকায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

এ আসনে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

এ ছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ১০ হাজার ২২০ ভোট এবং ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মণ্ডল পেয়েছেন ৭০৬ ভোট।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী জামালপুর-২ আসনে ৯২টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৯০৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজর ৮২১ জন।

উল্লেখ্য, অ্যাডভোকেট হোসেন রেজা বাবু তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত