ইউপি ভবন পড়ে থাকে, আসেন না চেয়ারম্যান
চৌহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) দুবারের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি। তাঁর নিজ এলাকা ইউনিয়নের চৌহাট এলাকায় এবং ইউনিয়ন পরিষদের ভবন রাজাপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজ এলাকায় পরিষদের কার্যালয় না হওয়ায় সেখানে নিয়মিত বসেন না চেয়ারম্যান।