Ajker Patrika

নারকেল গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
নারকেল গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র ছিল। আজ শনিবার সন্ধ্যার দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল ইসলাম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে। 

স্থানীয়রা বলছে, রাশেদুলের ইচ্ছার বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে তাকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। কিন্তু সে গাছে উঠতে পারে না বলে জানা যায়। গাছে ওঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়দের ধারণা। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করার পরপরই নিহতের বাবা মাহবুবুর রহমান মরদেহ নিয়ে খুলনা জেলায় নিজের গ্রামের বাড়ি চলে যান। 

বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান বিরুদ্ধে। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি সকলের সামনে আসে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমানকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এস ই) সাইদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজের খুলনা জেলায় তার বাড়িতে নিয়ে গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত