প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী শারমিন নাহার নীতি। মাসে ছাতু বিক্রি করে ২৫ থেকে ৩০ হাজা টাকা আয় করেন তিনি। দেড় বছর আগে ২ হাজার টাকার খরচ করে ছাতু বানিয়ে তাঁর এ উদ্যোগের শুরু। দশ রকমের ছাতু ‘রকমারি হাউজ’ নামের পেজ ও ‘চাঁপাইনবাবগঞ্জ ডিভার্স’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যম তিনি এ ব্যবসা পরিচালনা করেন। সে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছাতু সরবরাহ করে। এই পথেই বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন তাঁর।
শারমিন বলেন, আমার আত্মীয়-স্বজনেরা ঢাকায় থাকে। আমার মা প্রায়ই তাঁদের জন্য ছাতু বানিয়ে পাঠাতেন। একদিন একটা ছাতুর প্যাকেট নিয়ে ফেসবুকের কয়েকটি গ্রুপে পোস্ট করেছিলাম। ওই পোস্ট দেখে প্রথম নাটোরের বনপাড়া থেকে অর্ডার পাই। তখন ২ হাজার টাকা পুঁজি নিয়ে অনলাইনভিত্তিক একটি পেজ খুলে বিজ্ঞাপন দিয়ে এ পথে যাত্রা শুরু হয়। আমার বাবা-মা আর মামি আমাকে এ কাজে সবচেয়ে বেশি বেশি সাহায্য করেন। বিশেষ করে বাবা যখন আমার ছাতু বিক্রির কথা বাইরে বলেন, তখন আমি খুব আনন্দিত হই। ছাতু সব রকম পুষ্টির উৎস, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য।
ইউনিক প্রোডাক্ট হওয়ায় এটি নিয়েই আমার পথচলা। ছাতু একটি প্রাচীন খাবার। কালের বিবর্তনে এ খাবার হারিয়ে যাচ্ছে। আর আমি চাই, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বাইরেও বাঙালির খাবার হিসেবে ছাতু পরিচিত হয়ে উঠুক।
শারমিন আরও জানান, ছাতুকে ‘দেশীয় হরলিক্স’ও বলা হয়। গত মাসে ৩৬টি অর্ডারে আয় করেছি প্রায় ৩০ হাজার টাকা। প্রথমে আমরা অল্প কয়েক রকমের ছাতু সরবরাহ করতাম। বর্তমানে আমরা ১০ রকমের ছাতু সরবরাহ করে থাকি। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য স্পেশালভাবে বানানো চাল ছাড়া ছাতু (যব, ছোলামিশ্রিত) বাচ্চাদের জন্য যব, চাল, ছোলা, গম, ভুট্টা, চিনাবাদাম, কাজুবাদাম ও কাঠবাদাম মিশ্রিত করে বানানো হয় দেশীয় হরলিক্স। এটি বড়রাও খেতে পারবেন।
সাধারণত আমরা ছাতুকে এমনভাবে তৈরি করছি যাতে সব বয়সের মানুষ খেতে পারেন। যব, ছোলা, চাল, গম, ভুট্টা, যব ও গমের মিশ্রিত ছাতু; যব ও ছোলা মিশ্রিত ছাতু; বাদাম মিশ্রিত ছাতু (যব, চাল, ছোলা, গম, ভুট্টাসহ প্রচুর পরিমাণে চিনাবাদাম) বেশি পরিমাণে বিক্রি হয়।
শারমিনের বাবা ওমর ফারুক মিলন জানান, আমি একজন পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক। মেয়েটা যখন বলে, বাবা আজকে ঢাকা থেকে একসঙ্গে ২০ কেজি ছাতুর অর্ডার এসেছে তখন আমি খুব আনন্দিত হই। আমি এখনো কোন ডেলিভারি বয় রাখিনি। অনেক সময় কাছের অর্ডারের ছাতুগুলো ভোক্তাদের বাড়িতে আমি সরবরাহ করি। নিজ কানে শুনতে চাই, আমাদের বানানো প্রোডাক্ট নিয়ে ভোক্তারা কী বলেন। মেয়েকে পরিবারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী শারমিন নাহার নীতি। মাসে ছাতু বিক্রি করে ২৫ থেকে ৩০ হাজা টাকা আয় করেন তিনি। দেড় বছর আগে ২ হাজার টাকার খরচ করে ছাতু বানিয়ে তাঁর এ উদ্যোগের শুরু। দশ রকমের ছাতু ‘রকমারি হাউজ’ নামের পেজ ও ‘চাঁপাইনবাবগঞ্জ ডিভার্স’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যম তিনি এ ব্যবসা পরিচালনা করেন। সে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছাতু সরবরাহ করে। এই পথেই বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন তাঁর।
শারমিন বলেন, আমার আত্মীয়-স্বজনেরা ঢাকায় থাকে। আমার মা প্রায়ই তাঁদের জন্য ছাতু বানিয়ে পাঠাতেন। একদিন একটা ছাতুর প্যাকেট নিয়ে ফেসবুকের কয়েকটি গ্রুপে পোস্ট করেছিলাম। ওই পোস্ট দেখে প্রথম নাটোরের বনপাড়া থেকে অর্ডার পাই। তখন ২ হাজার টাকা পুঁজি নিয়ে অনলাইনভিত্তিক একটি পেজ খুলে বিজ্ঞাপন দিয়ে এ পথে যাত্রা শুরু হয়। আমার বাবা-মা আর মামি আমাকে এ কাজে সবচেয়ে বেশি বেশি সাহায্য করেন। বিশেষ করে বাবা যখন আমার ছাতু বিক্রির কথা বাইরে বলেন, তখন আমি খুব আনন্দিত হই। ছাতু সব রকম পুষ্টির উৎস, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য।
ইউনিক প্রোডাক্ট হওয়ায় এটি নিয়েই আমার পথচলা। ছাতু একটি প্রাচীন খাবার। কালের বিবর্তনে এ খাবার হারিয়ে যাচ্ছে। আর আমি চাই, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বাইরেও বাঙালির খাবার হিসেবে ছাতু পরিচিত হয়ে উঠুক।
শারমিন আরও জানান, ছাতুকে ‘দেশীয় হরলিক্স’ও বলা হয়। গত মাসে ৩৬টি অর্ডারে আয় করেছি প্রায় ৩০ হাজার টাকা। প্রথমে আমরা অল্প কয়েক রকমের ছাতু সরবরাহ করতাম। বর্তমানে আমরা ১০ রকমের ছাতু সরবরাহ করে থাকি। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য স্পেশালভাবে বানানো চাল ছাড়া ছাতু (যব, ছোলামিশ্রিত) বাচ্চাদের জন্য যব, চাল, ছোলা, গম, ভুট্টা, চিনাবাদাম, কাজুবাদাম ও কাঠবাদাম মিশ্রিত করে বানানো হয় দেশীয় হরলিক্স। এটি বড়রাও খেতে পারবেন।
সাধারণত আমরা ছাতুকে এমনভাবে তৈরি করছি যাতে সব বয়সের মানুষ খেতে পারেন। যব, ছোলা, চাল, গম, ভুট্টা, যব ও গমের মিশ্রিত ছাতু; যব ও ছোলা মিশ্রিত ছাতু; বাদাম মিশ্রিত ছাতু (যব, চাল, ছোলা, গম, ভুট্টাসহ প্রচুর পরিমাণে চিনাবাদাম) বেশি পরিমাণে বিক্রি হয়।
শারমিনের বাবা ওমর ফারুক মিলন জানান, আমি একজন পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক। মেয়েটা যখন বলে, বাবা আজকে ঢাকা থেকে একসঙ্গে ২০ কেজি ছাতুর অর্ডার এসেছে তখন আমি খুব আনন্দিত হই। আমি এখনো কোন ডেলিভারি বয় রাখিনি। অনেক সময় কাছের অর্ডারের ছাতুগুলো ভোক্তাদের বাড়িতে আমি সরবরাহ করি। নিজ কানে শুনতে চাই, আমাদের বানানো প্রোডাক্ট নিয়ে ভোক্তারা কী বলেন। মেয়েকে পরিবারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে ঘোষিত নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ভারতের বৃহত্তম তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তেল শোধনাগারটি পরিচালনা করে নায়ারা এনার্জি লিমিটেড, যার মালিকানার বড় একটি অংশ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসনেফটের।
৪ ঘণ্টা আগেরপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের দিকগুলো বড় আকারে সামনে এলেও বিষয়টিকে দেশটি ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপ তৈরির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে পর্যবেক্ষণ সরকারি ও বেসরকারি বিশ্লেষকদের।
৪ ঘণ্টা আগেটানা ৯ বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। রাজস্ব আদায়ে প্রতিবছর কিছুটা প্রবৃদ্ধি থাকলেও তা পূর্বনির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে থাকছে। প্রস্তাবিত ও সংশোধিত, উভয় লক্ষ্যেই তৈরি হচ্ছে বড় ফারাক। ২০১৫-১৬ অর্থবছরের পর থেকে কোনো বছরই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি...
১ দিন আগে১১ বছরের সফল যাত্রা সম্পন্ন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থা গতকাল বৃহস্পতিবার ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে বাংলাদেশের আকাশে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে।
১ দিন আগে