ইমরান খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীদের পণ্য বিক্রি করছে ‘ডিইউ মার্ট’। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্যোক্তাদের পাঠানো নিরাপদ খাদ্য পৌঁছে যাচ্ছে সারা দেশে। এ কার্যক্রমের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দুই বন্ধু খন্দকার ফয়সাল আজম বাপ্পি ও আশিকুর রহমান সজল।
এই প্ল্যাটফর্মে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মালিকানাধীন প্রতিষ্ঠানের পণ্য বিক্রি হলেও কিনতে পারবে যে কেউ। ডিইউ মার্টের সেলার রেজিস্ট্রেশন ফরম পূরণ করে শিক্ষার্থীরা এখানে পণ্য দিতে পারবে। পণ্য বিক্রির দায়িত্ব নেবে ডিইউ মার্ট। এখান থেকে শিক্ষার্থীরা লভ্যাংশ পাবে।
উদ্যোগের শুরু প্রসঙ্গে জানতে চাইলে ফয়সাল আজম বাপ্পি বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী টিউশন করে। করোনাকালে টিউশন বন্ধ থাকায় বিকল্প আয়ের উৎস হিসেবে অনেকেই নানা উদ্যোগ শুরু করেছেন। এদের সমন্বয় করতে ২০২০ সালের নভেম্বরের দিকে ডিইউ মার্টের পরিকল্পনা শুরু করি। প্রথমে অনলাইন কার্যক্রম শুরু করলেও চলতি বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ পলাশী মার্কেটের দ্বিতীয় তলায় ১৭৭ নম্বর স্টলে আউটলেটের কার্যক্রম শুরু করি। করোনাকালে ইমিউন সিস্টেম বারবার আলোচনায় আসায় নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি। বিনিয়োগের সীমাবদ্ধতার কারণে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভাবা হচ্ছে।
উদ্যোক্তা আশিকুর রহমান সজলের ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার। কিন্তু পরে দেশেই নিজে কিছু করার কথা ভাবলেন। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল। তবে করোনা শুরুর পর ভাবলাম, বিদেশে যাওয়া সিনিয়রদের বেশির ভাগই ফিরে আসেন না। এসব উন্নত দেশের বেশির ভাগই নিজেদের পণ্য ব্যবহার করে। তাই আমিও পরিকল্পনা পাল্টে দেশীয় পণ্য নিয়ে কাজ করা শুরু করি।’
ডিইউ মার্ট দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী পণ্য বিক্রি করছে। এর মধ্যে বাগেরহাট থেকে তাল মিসরি, আখের গুড়, দিনাজপুরের ঢেকিছাঁটা আউশ চাল, কুষ্টিয়া ও ভোলা থেকে আনা মাটির জিনিসপত্র, নাটোর থেকে আনা হারবাল পণ্য, বগুড়ার দই উল্লেখযোগ্য। আউটলেটের পাশাপাশি অনলাইন থেকেও যে কেউ পণ্য কিনতে পারবেন। ঢাকার মধ্যে হোম ডেলিভারি ও বাইরে কুরিয়ারে পণ্য পাঠানো হয়। ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় আজিমপুর, লালবাগ, পলাশী ও বুয়েট এলাকায়।
আউটলেট থেকে কালোজিরা ও কালিজিরার মধু কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি বলেন, ‘ফেসবুকে খবর পেয়ে এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেটদের উদ্যোগ, তাই নৈকট্য কাজ করছে।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফয়সাল আজম বলেন, শিগগিরই আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু হবে। আগামী এক বছরে ঢাকার মধ্যে ১০টি আউটলেট দিতে চাই। সব আউটলেটে পণ্য সরবরাহের জন্য একটি ওয়্যারহাউস থাকবে। আগামী ৫ বছরের মধ্যে বিভাগীয়সহ গুরুত্বপূর্ণ শহরে আউটলেট দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়ন ব্যয়সাপেক্ষ হওয়ায় বিনিয়োগ গ্রহণেও আগ্রহ প্রকাশ করেন উদ্যোক্তারা। সরাসরি টাকা বা কোনো আউটলেট নেওয়ার মাধ্যমে এ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। তবে বিনিয়োগকারীকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা সাবেক শিক্ষার্থী হতে হবে বলেও শর্ত দিয়েছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীদের পণ্য বিক্রি করছে ‘ডিইউ মার্ট’। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্যোক্তাদের পাঠানো নিরাপদ খাদ্য পৌঁছে যাচ্ছে সারা দেশে। এ কার্যক্রমের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দুই বন্ধু খন্দকার ফয়সাল আজম বাপ্পি ও আশিকুর রহমান সজল।
এই প্ল্যাটফর্মে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মালিকানাধীন প্রতিষ্ঠানের পণ্য বিক্রি হলেও কিনতে পারবে যে কেউ। ডিইউ মার্টের সেলার রেজিস্ট্রেশন ফরম পূরণ করে শিক্ষার্থীরা এখানে পণ্য দিতে পারবে। পণ্য বিক্রির দায়িত্ব নেবে ডিইউ মার্ট। এখান থেকে শিক্ষার্থীরা লভ্যাংশ পাবে।
উদ্যোগের শুরু প্রসঙ্গে জানতে চাইলে ফয়সাল আজম বাপ্পি বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী টিউশন করে। করোনাকালে টিউশন বন্ধ থাকায় বিকল্প আয়ের উৎস হিসেবে অনেকেই নানা উদ্যোগ শুরু করেছেন। এদের সমন্বয় করতে ২০২০ সালের নভেম্বরের দিকে ডিইউ মার্টের পরিকল্পনা শুরু করি। প্রথমে অনলাইন কার্যক্রম শুরু করলেও চলতি বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ পলাশী মার্কেটের দ্বিতীয় তলায় ১৭৭ নম্বর স্টলে আউটলেটের কার্যক্রম শুরু করি। করোনাকালে ইমিউন সিস্টেম বারবার আলোচনায় আসায় নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি। বিনিয়োগের সীমাবদ্ধতার কারণে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভাবা হচ্ছে।
উদ্যোক্তা আশিকুর রহমান সজলের ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার। কিন্তু পরে দেশেই নিজে কিছু করার কথা ভাবলেন। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল। তবে করোনা শুরুর পর ভাবলাম, বিদেশে যাওয়া সিনিয়রদের বেশির ভাগই ফিরে আসেন না। এসব উন্নত দেশের বেশির ভাগই নিজেদের পণ্য ব্যবহার করে। তাই আমিও পরিকল্পনা পাল্টে দেশীয় পণ্য নিয়ে কাজ করা শুরু করি।’
ডিইউ মার্ট দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী পণ্য বিক্রি করছে। এর মধ্যে বাগেরহাট থেকে তাল মিসরি, আখের গুড়, দিনাজপুরের ঢেকিছাঁটা আউশ চাল, কুষ্টিয়া ও ভোলা থেকে আনা মাটির জিনিসপত্র, নাটোর থেকে আনা হারবাল পণ্য, বগুড়ার দই উল্লেখযোগ্য। আউটলেটের পাশাপাশি অনলাইন থেকেও যে কেউ পণ্য কিনতে পারবেন। ঢাকার মধ্যে হোম ডেলিভারি ও বাইরে কুরিয়ারে পণ্য পাঠানো হয়। ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় আজিমপুর, লালবাগ, পলাশী ও বুয়েট এলাকায়।
আউটলেট থেকে কালোজিরা ও কালিজিরার মধু কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি বলেন, ‘ফেসবুকে খবর পেয়ে এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেটদের উদ্যোগ, তাই নৈকট্য কাজ করছে।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফয়সাল আজম বলেন, শিগগিরই আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু হবে। আগামী এক বছরে ঢাকার মধ্যে ১০টি আউটলেট দিতে চাই। সব আউটলেটে পণ্য সরবরাহের জন্য একটি ওয়্যারহাউস থাকবে। আগামী ৫ বছরের মধ্যে বিভাগীয়সহ গুরুত্বপূর্ণ শহরে আউটলেট দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়ন ব্যয়সাপেক্ষ হওয়ায় বিনিয়োগ গ্রহণেও আগ্রহ প্রকাশ করেন উদ্যোক্তারা। সরাসরি টাকা বা কোনো আউটলেট নেওয়ার মাধ্যমে এ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। তবে বিনিয়োগকারীকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা সাবেক শিক্ষার্থী হতে হবে বলেও শর্ত দিয়েছেন তাঁরা।
দেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূল এখন সফটশেল কাঁকড়ার চাষে সরব। বছরজুড়ে বাড়ছে কাঁকড়া চাষ এবং রপ্তানি হচ্ছে বিদেশে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে লাভবান হওয়া যায় বলে প্রান্তিক চাষিদের মধ্যে এ খাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। মূলত বাগদা চিংড়ি চাষে ঘন ঘন ক্ষতির মুখে পড়ে অনেকেই এখন কাঁকড়ার ঘেরে ঝুঁকছেন।
৩ ঘণ্টা আগেদেশের কৃষি ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) স্বল্প মেয়াদী ঋণ বিতরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক যদি এসব প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ দেয় তবে তাদের খেলাপিবিহীন ঋণের বিপরীতে মাত্র ১ শতাংশ প্রভিশন রাখতে
৯ ঘণ্টা আগেশুরু হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেডের সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’। গতকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এই আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এই অফারে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, ভাউচার ও ক্যাশব্যাকের সুযোগ।
৯ ঘণ্টা আগে