Ajker Patrika

ঈদের পর প্রথম দিনেই ডিএসইতে ১ হাজার ৪১৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। ঈদের পরে প্রথম কার্যদিবস আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকে বড় উত্থান হয়েছে। ঈদুল ফিতরের আগে টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ছিল।

মূল্যসূচকের টানা বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের গতিও বেশ বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। এর এ নিয়ে টানা ১০ কার্যদিবস ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। অবশ্য আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে লেনেদেন কমেছে ৩৫ কোটি ২০ লাখ টাকা।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে আজ লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, দাম কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সব চেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৮৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারের ৪২ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে মোবাইল অপারেটর রবি।

আজ লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো– সামিট পাওয়ার, ন্যাশনাল ফিড, ম্যাকসন স্পিনিং, জিনেক্স ইনফোসিস, লংকাবাংলা ফাইন্যান্স, এসএস স্টিল এবং আইএফআইসি ব্যাংক।

আজ দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৯০ পয়েন্ট। আর সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দাম বেড়েছে, দাম কমেছে ৬৮টির এবং ৩২টির দাম অপরিবর্তিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত