Ajker Patrika

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি টাকা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০০
সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি টাকা 

দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। তবে সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৩৫০ কোটি টাকা। 

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের দুই পুঁজিবাজারের সব কটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। 

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে উঠেছে। আর গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বাড়ল ২৬২ পয়েন্ট। 

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। 

আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৪৫টির, দাম কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির। 

ডিএসইতে রোববার মোট ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকা। 

আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার এবং একমি পেস্টিসাইড। 

এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। সিএসইতে আজ মোট ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, দাম কমেছে ৭৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত