নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। শেয়ার লেনদেনে আবারও রেকর্ড হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে মূল্যসূচকও বেড়েছে। আর ডিএসইতে আগের কার্যদিবস থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেনরে পরিমাণ ছিল দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকা। রেকর্ড এই লেনদেনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে।
এ ছাড়া বুধবার লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইত লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, দাম কমেছে ১২৪ টির। আর ৩৭ টির দাম অপরিবর্তিত ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল। তিন দিন পর বুধবার সে রেকর্ড আবার ভেঙেছে।
পুঁজিবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ রাখা হয়নি। আগামী ৩০ জুনের মধ্যে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগকৃত সেই অর্থ বৈধ না অবৈধ তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। এ অবস্থায় গত কয়েক দিন কালো টাকার একটি অংশ পুঁজিবাজার ঢুকছে, যা লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।
এ ছাড়া বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনকৃত ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২ টির দাম বেড়েছে, দাম কমেছে ৯৬ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। শেয়ার লেনদেনে আবারও রেকর্ড হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে মূল্যসূচকও বেড়েছে। আর ডিএসইতে আগের কার্যদিবস থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেনরে পরিমাণ ছিল দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকা। রেকর্ড এই লেনদেনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে।
এ ছাড়া বুধবার লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইত লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, দাম কমেছে ১২৪ টির। আর ৩৭ টির দাম অপরিবর্তিত ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল। তিন দিন পর বুধবার সে রেকর্ড আবার ভেঙেছে।
পুঁজিবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ রাখা হয়নি। আগামী ৩০ জুনের মধ্যে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগকৃত সেই অর্থ বৈধ না অবৈধ তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। এ অবস্থায় গত কয়েক দিন কালো টাকার একটি অংশ পুঁজিবাজার ঢুকছে, যা লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।
এ ছাড়া বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনকৃত ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২ টির দাম বেড়েছে, দাম কমেছে ৯৬ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত ছিল।
বেনাপোল কাস্টম হাউস থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যা গত অর্থবছরের চাইতে ১ হাজার ৬৬৫ কোটা টাকা বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ।
২ ঘণ্টা আগেআজ রোববার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে ভারসাম্য রক্ষা ও বাংলাদেশকে অনুকূল অবস্থানে আনার লক্ষ্যে ২৫টি বোয়িং বিমানের অর্ডার, ৭ লাখ টন গম, এলএনজি, তুলা, ওষুধ, মূলধনী যন্ত্রপাতি, রাসায়নিক কাঁচামাল ও কৃষিজ পণ্য আমদানির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক আবহ তৈরির চেষ্টায় নেমেছে ঢাকা।
৪ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় কারখানা বন্ধ ও বিক্রি কমে যাওয়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফা কমে পাঁচ ভাগের এক
৫ ঘণ্টা আগে