Ajker Patrika

হামদর্দের প্রতিষ্ঠাতা ড. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উদ্‌যাপিত

বিজ্ঞপ্তি
হামদর্দের প্রতিষ্ঠাতা ড. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উদ্‌যাপিত

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে সংবর্ধনা সভা, কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে এসব কর্মসূচি হয়। মোনাজাতে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়।

পরে এক সংবর্ধনা সভায় প্রতিষ্ঠানের পরিচালকেরা, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের (ইউনানি) অধ্যক্ষ অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের পক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তারা ড. ইউছুফকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস।

এ সময় আরও শুভেচ্ছা জানান হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মেজর (অব.) হারুন আল রশীদের নেতৃত্বে প্রতিনিধি দল, হাকীম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিনিধি দল, হামদর্দ আধুনিক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা, হামদর্দ এমপ্লয়িজ ইউনিয়ন, হামদর্দ কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীরা। 

শুভেচ্ছার জবাবে আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের কল্যাণে শেষদিন পর্যন্ত কাজ করতে পারলেই নিজেকে সার্থক মনে করব। সবাইকে দেশপ্রেম, সততা ও আন্তরিকতা নিয়ে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখতে আহ্বান জানাই।

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. ইউছুফ আরও বলেন, বঙ্গবন্ধুর দেশ গড়ার আহ্বানে মাত্র ৫০ হাজার টাকার সম্পদ নিয়ে হামদর্দের যাত্রা শুরু করে ৫০ বছর পর জাতির আশা–আকাঙ্ক্ষা পূরণের প্রতীকে পরিণত হয়েছে এ প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে ভবিষ্যতে হামদর্দ আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত