Ajker Patrika

এপেক্স ফুটওয়্যার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ২২
এপেক্স ফুটওয়্যার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

এপেক্স ফুটওয়্যার লিমিটেড বার্ষিক বিক্রয় সম্মেলন আয়োজন করেছে। ঢাকার আশুলিয়ার এক কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।

সারা দেশের এপেক্স পরিবারের ২ হাজার ৩০০ সদস্যের উপস্থিতিতে পালন করা হয় দিনটি। সম্মেলনটি সভাপতিত্ব করেন এপেক্সের প্রতিষ্ঠিতা চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী।

আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার (সিওও), ফিরোজ মোহাম্মদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিলীপ কাজুরিসহ উচ্চপদস্থ কর্মীরা।

আয়োজনের মূল আকর্ষণ ছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসা কোম্পানির নিজস্ব টিমের কালচারাল পারফরম্যান্স। তা ছাড়াও দেশ সেরা সংগীতশিল্পী ও পারফরমারদের অংশ গ্রহণে আরও আনন্দময় হয়ে উঠে আয়োজনটি। মনোমুগ্ধকর এই আয়োজন দেশের সব এপেক্স কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের আরও আকর্ষণ ছিল পারফরম্যান্স অ্যাওয়ার্ড, যার মাধ্যমে বছরের সেরা কর্মীদের সম্মানিত করা হয়। র‍্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের।

চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে এপেক্স। এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সঙ্গে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত