Ajker Patrika

রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শোক প্রকাশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২২: ৪৬
রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শোক প্রকাশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমানের (৮২) মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বেলা দুইটায় মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে তিনি মারা যান।

বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের নেত্রী রোকিয়া আফজাল রহমান কর্মজীবনে বেশ সুপরিচিত ছিলেন। তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন, এবিসি রেডিওর শেয়ারহোল্ডার ডিরেক্টর, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স প্রতিষ্ঠাতা সভাপতি এবং মাইডাস ফাইন্যান্স লিমিটেডের চেয়ারপারসন হিসেবে ব্যবসায়িক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রোকিয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত