Ajker Patrika

লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে বিনা মূল্যে চক্ষুসেবা

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৭: ৫৩
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে বিনা মূল্যে চক্ষুসেবা

লাফার্জহোলসিম বাংলাদেশ ও রোটারি ক্লাব সিলেট সিটির উদ্যোগে বিনা মূল্যে দিনব্যাপী চক্ষুসেবা দেওয়া হয়েছে। গতকাল কোম্পানির ছাতক প্ল্যান্টে স্থানীয় মানুষের জন্য এই কর্মসূচি করা হয়।

লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া ও ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর অমিতাভ সিং এই ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অব.) আবুল হাশেম চৌধুরী, সহকারী অধ্যাপক (অব.) রফিক উদ্দিন আহমদ খান, সহকারী অধ্যাপক সৈয়দ তৌফিক এলাহী এবং রোটারি ক্লাব সিলেট সিটির সভাপতি এস এ শফিসহ লাফার্জহোলসিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময় আসিফ ভূইয়া চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাঁদের মতো প্রখ্যাত চিকিৎসকদের আজকের আই ক্যাম্পে পেয়ে আমরা আনন্দিত। তাঁরা আমাদের এই উদ্যোগে সাড়া দিয়ে স্থানীয় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন। আমি বিশ্বাস করি, এর ফলে স্থানীয় মানুষ দারুণভাবে উপকৃত হবেন।’

দিনব্যাপী ওই ক্যাম্পে ২৫০ জনেরও বেশি চক্ষু রোগীকে চিকিৎসাপত্র দেওয়ার পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। এমন উদ্যোগের জন্য রোগীরা লাফার্জহোলসিমকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত