Ajker Patrika

কাতার এয়ারওয়েজে ছাড় পাবেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকেরা

কাতার এয়ারওয়েজে ছাড় পাবেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকেরা

বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দেবে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। সম্প্রতি গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি অনুযায়ী, কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবের সদস্যরা টিকিটের মূল মূল্যের ওপর ১২ শতাংশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডধারী গ্রাহকেরা ৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। 

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয়, এমডি ও হেড অফ করপোরেট কাভারেজ এনামুল হক এবং কাতার এয়ারওয়েজের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত