Ajker Patrika

এসটি পে চালু করল শেয়ার ট্রিপ

এসটি পে চালু করল শেয়ার ট্রিপ

এসটি পে চালু করল অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপ। চতুর্থ বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে এসটি পে চালু করল এই অনলাইন ট্রাভেল এজেন্সি। এছাড়া স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকে দ্বিতীয় রাউন্ডের ইনভেস্টমেন্ট পাচ্ছে শেয়ার ট্রিপ। আজ রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠান এ তথ্য জানায় শেয়ার ট্রিপ। 

অনুষ্ঠানে শেয়ার ট্রিপ জানিয়েছে, এসটি পে ফাইন্যান্সিয়াল টুলস। এতে ভাউচার, শপ, মোবাইল রিচার্জ, পে বিল ও অন্যান্য ফিচার রয়েছে। অ্যাপে মাত্র একটি ট্যাপ করেই এসটি পে, ভাউচার, শপ, মোবাইল রিচার্জ ও পে বিলের মতো প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে। এতে অ্যাড মানি, সেন্ড মানি, মানি রিকোয়েস্ট, ব্যাংক ট্রান্সফার, ট্রানজেকশন হিস্ট্রি, মেক পেমেন্টের মতো ফিচার রয়েছে। কিউআর কোড, ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক লগইনের মতো বিষয়গুলোর কারণে এর লেনদেন ও পেমেন্ট অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে। 

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ভ্রমণের সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেয়ার ট্রিপ। এখন তারা তাদের পরিধি বৃদ্ধি করতে কাজ করছে; সমস্ত দিক থেকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিস্তৃত পরিসরে লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে তারা। শেয়ার ট্রিপের এ ধরনের উদ্যোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণের কাছাকাছি নিয়ে যাবে।’ 

অনুষ্ঠানে শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক বলেন, ‘বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন ও সকলের জন্য ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আমাদের নিরলস যাত্রা অব্যাহত রয়েছে। এসটি পে’র মতো যুগান্তকারী উদ্ভাবনের মধ্য দিয়ে আমরা কেবল ভ্রমণ অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করব না, বরং একই সঙ্গে দেশের স্মার্ট অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখব। আজ আমরা এখানে শুধুমাত্র আমাদের অর্জন উদ্‌যাপনে উপস্থিত হইনি বরং আমাদের আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরতে একত্রিত হয়েছি।’ 

চতুর্থ বর্ষপূর্তিতে গুরুত্বপূর্ণ অংশীদারদের অসামান্য সহায়তাকে স্বীকৃতি দিতে বিশেষ কৃতজ্ঞতা জানায় শেয়ার ট্রিপ। এ সময় এয়ারলাইনস, হোটেল, ব্যাংক, করপোরেট ও টেলকোসহ শেয়ার ট্রিপের সকল অংশীদারদের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৩টি পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইনস, হোটেল, পেমেন্ট পার্টনার, করপোরেট পার্টনাররা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত