Ajker Patrika

সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে ‘স্বপ্ন’

আপডেট : ২১ জুন ২০২২, ১৯: ৩৯
সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে ‘স্বপ্ন’

সিলেটের অসহায় বন্যাদুর্গত কয়েক হাজার মানুষের জন্য শুকনা খাবার, পানি এবং ওষুধ নিয়ে হাজির হয়েছেন দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর কর্মীরা।  

হাওরের সেনপুর এলাকা থেকে আশ্রয়স্থলে আসা সামিনা ত্রাণ নেওয়ার সময় জানান, বাড়িঘর সব ডুবে গেছে। আগের দিন রাত থেকে কিছু খাওয়া হয়নি। গলাও শুকিয়ে গেছে, খাওয়ার পানিও পাচ্ছেন না।

সুনামগঞ্জ, ছাতক, দোলার হাওরের চেচান স্কুল, সেনপুর, চান্দের বাড়ি, ভোলাগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে অসহায় মানুষদের সঙ্গে কথা বলে ট্রলারে করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা দেবার চেষ্টা করছেন স্বপ্নর কর্মীরা।

স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের স্বপ্নর লোগো-সংবলিত লাল রঙের টি-শার্ট ও টুপিতে লেখা আছে—‘মানুষ বাঁচলে বাঁচবে স্বপ্ন’। ত্রাণ সহায়তার এই কাজে স্বপ্নর পক্ষ থেকে উপস্থিত আছেন এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব এমপ্লয়ি ওয়েলফেয়ার ডা. সোহেল মঈনউদ্দিন শৈবাল, মিজানুর রহমান লিটন, জিএম করপোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ তামিম খান, এজিএম করপোরেট অ্যাফেয়ার্স, স্বপ্নর রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব, স্বপ্নর রিজিওনাল ম্যানেজার অব অপারেশন আজিম উদ্দিনসহ অনেকে। 
 
উল্লেখ্য, উজানের ঢল আর অতিবৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যার কবলে পড়ে। স্মরণকালে ভয়াবহ এ বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন সিলেট-সুনামগঞ্জের মানুষ। এই দুই জেলার প্রায় ৮০ ভাগ এলাকা তলিয়ে গেছে। এতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত