অনলাইন ডেস্ক
এই ঈদে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ, কারণ ফার্স্টট্রিপ নিয়ে এসেছে ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘১০ দিন খুশির দিন’। দেশ বা বিদেশ যেদিকেই যাত্রা হোক, ফার্স্টট্রিপ দিচ্ছে চমৎকার সব অফার, অবিশ্বাস্য রেটে ফ্লাইট এবং দেশের যেকোনো প্রান্তে হোটেল বুকিং সুবিধা।
ফার্স্টট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে মিলছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। আর দেশের অভ্যন্তরে যেকোনো প্রান্তে ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়াও হোটেল বুকিংয়ে পাচ্ছেন সর্বোচ্চ ৬৭ শতাংশ ছাড়। এই অফার প্রযোজ্য হবে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত, শুধু ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে বুকিংয়ের ক্ষেত্রে।
ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, ‘ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনের সাথে আনন্দ, আর ঘোরাঘুরি। আমরা চাই এই আনন্দে ফার্স্টট্রিপের মাধ্যমে যেকোনো ফ্লাইট কিংবা হোটেল বুকিং হোক আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। তাই এই ঈদে আমরা দেশের ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।’
এই ঈদের ১০ দিন ফার্স্টট্রিপের সঙ্গে আপনার আনন্দময় স্মৃতিগুলো হোক আরও রঙিন, আরও প্রাণবন্ত। ঈদের আনন্দ যাত্রাকে সহজ করতে ফার্স্টট্রিপ থেকে এখনই বুক করতে পারেন আপনার পছন্দের গন্তব্যের ফ্লাইট ও হোটেল।
ফার্স্টট্রিপের সঙ্গে ভাগ করে নিন ঈদের প্রতিটি আনন্দময় মুহূর্ত—যেখানে খুশি, সেখানে ভ্রমণ করুন নিশ্চিন্তে।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ লিমিটেড কাস্টমারদের দিচ্ছে সহজ রিফান্ড, ঝামেলাহীন রি-ইস্যু সুবিধা এবং আকর্ষণীয় ইএমআই সুবিধাসহ হলিডেজ প্যাকেজ।
এই অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ব্যবহার করুন। আপনার সব প্রয়োজনে ফোন-০৯৬১৩১৩১৪১৫ অথবা মেইল করুন[email protected]
এই ঈদে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ, কারণ ফার্স্টট্রিপ নিয়ে এসেছে ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘১০ দিন খুশির দিন’। দেশ বা বিদেশ যেদিকেই যাত্রা হোক, ফার্স্টট্রিপ দিচ্ছে চমৎকার সব অফার, অবিশ্বাস্য রেটে ফ্লাইট এবং দেশের যেকোনো প্রান্তে হোটেল বুকিং সুবিধা।
ফার্স্টট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে মিলছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। আর দেশের অভ্যন্তরে যেকোনো প্রান্তে ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়াও হোটেল বুকিংয়ে পাচ্ছেন সর্বোচ্চ ৬৭ শতাংশ ছাড়। এই অফার প্রযোজ্য হবে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত, শুধু ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে বুকিংয়ের ক্ষেত্রে।
ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, ‘ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনের সাথে আনন্দ, আর ঘোরাঘুরি। আমরা চাই এই আনন্দে ফার্স্টট্রিপের মাধ্যমে যেকোনো ফ্লাইট কিংবা হোটেল বুকিং হোক আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। তাই এই ঈদে আমরা দেশের ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।’
এই ঈদের ১০ দিন ফার্স্টট্রিপের সঙ্গে আপনার আনন্দময় স্মৃতিগুলো হোক আরও রঙিন, আরও প্রাণবন্ত। ঈদের আনন্দ যাত্রাকে সহজ করতে ফার্স্টট্রিপ থেকে এখনই বুক করতে পারেন আপনার পছন্দের গন্তব্যের ফ্লাইট ও হোটেল।
ফার্স্টট্রিপের সঙ্গে ভাগ করে নিন ঈদের প্রতিটি আনন্দময় মুহূর্ত—যেখানে খুশি, সেখানে ভ্রমণ করুন নিশ্চিন্তে।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ লিমিটেড কাস্টমারদের দিচ্ছে সহজ রিফান্ড, ঝামেলাহীন রি-ইস্যু সুবিধা এবং আকর্ষণীয় ইএমআই সুবিধাসহ হলিডেজ প্যাকেজ।
এই অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ব্যবহার করুন। আপনার সব প্রয়োজনে ফোন-০৯৬১৩১৩১৪১৫ অথবা মেইল করুন[email protected]
আসন্ন কোরবানির ঈদে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটে ৫ টাকা এবং ছাগলে ২ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার। পাশাপাশি ঢাকায় ছোট গরুর একটি চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
১৮ মিনিট আগেবাজারভিত্তিক বিনিময় হার চালুর পর মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার একটি শঙ্কা ছিল; তবে হয়েছে তার বিপরীত। সীমিত ওঠানামার মধ্যেও ব্যাংক ও খোলাবাজার—দুই স্তরেই লেনদেন বেশ স্থিতিশীল রয়েছে। নতুন ব্যবস্থার আগে যেখানে দর ছিল ১২২ টাকার ঘরে, সেখানে গত ১১ দিনে সর্বোচ্চ মূল্য বেড়েছে মাত্র ৮৯ পয়সা।
৩ ঘণ্টা আগেচামড়াশিল্পের কাঙ্ক্ষিত রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা। তাঁদের দাবি, এই শিল্প এখন পর্যন্ত নানা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হওয়ায় নীতিগত সমন্বয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে। তাই দ্রুত এই শিল্পকে একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে এনে
৩ ঘণ্টা আগেবাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক; দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৯৪ কোটি টাকা। ‘বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প’ (বি-স্ট্রং) বাস্তবায়নের জন্য এই ঋণ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে