Ajker Patrika

এই ঈদে ফার্স্টট্রিপ দিচ্ছে ভ্রমণে বিশাল ছাড়

  • আন্তর্জাতিক ফ্লাইটে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়।
  • ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়।
  • হোটেল বুকিংয়ে সর্বোচ্চ ৬৭ শতাংশ ছাড়।
  • ২০ মে থেকে ১০ জুন সময়ের জন্য, শর্ত প্রযোজ্য।
অনলাইন ডেস্ক
এই ঈদে ফার্স্টট্রিপ দিচ্ছে ভ্রমণে বিশাল ছাড়

এই ঈদে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ, কারণ ফার্স্টট্রিপ নিয়ে এসেছে ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘১০ দিন খুশির দিন’। দেশ বা বিদেশ যেদিকেই যাত্রা হোক, ফার্স্টট্রিপ দিচ্ছে চমৎকার সব অফার, অবিশ্বাস্য রেটে ফ্লাইট এবং দেশের যেকোনো প্রান্তে হোটেল বুকিং সুবিধা।

ফার্স্টট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে মিলছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। আর দেশের অভ্যন্তরে যেকোনো প্রান্তে ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়াও হোটেল বুকিংয়ে পাচ্ছেন সর্বোচ্চ ৬৭ শতাংশ ছাড়। এই অফার প্রযোজ্য হবে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত, শুধু ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে বুকিংয়ের ক্ষেত্রে।

ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, ‘ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনের সাথে আনন্দ, আর ঘোরাঘুরি। আমরা চাই এই আনন্দে ফার্স্টট্রিপের মাধ্যমে যেকোনো ফ্লাইট কিংবা হোটেল বুকিং হোক আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। তাই এই ঈদে আমরা দেশের ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।’

এই ঈদের ১০ দিন ফার্স্টট্রিপের সঙ্গে আপনার আনন্দময় স্মৃতিগুলো হোক আরও রঙিন, আরও প্রাণবন্ত। ঈদের আনন্দ যাত্রাকে সহজ করতে ফার্স্টট্রিপ থেকে এখনই বুক করতে পারেন আপনার পছন্দের গন্তব্যের ফ্লাইট ও হোটেল।

ফার্স্টট্রিপের সঙ্গে ভাগ করে নিন ঈদের প্রতিটি আনন্দময় মুহূর্ত—যেখানে খুশি, সেখানে ভ্রমণ করুন নিশ্চিন্তে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ লিমিটেড কাস্টমারদের দিচ্ছে সহজ রিফান্ড, ঝামেলাহীন রি-ইস্যু সুবিধা এবং আকর্ষণীয় ইএমআই সুবিধাসহ হলিডেজ প্যাকেজ।

এই অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ব্যবহার করুন। আপনার সব প্রয়োজনে ফোন-০৯৬১৩১৩১৪১৫ অথবা মেইল করুন[email protected]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত