কোরবানির পশু কেনার ঝক্কি কমাতে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এসেছে অভিনব এক ক্যাম্পেইন। কোরবানির পশু কিনতে কয়েকটি ধাপ অনুসরণ করে নগদ গ্রাহকেরা নিজের বাড়িতে থেকে পছন্দমতো পশু কিনতে পারবেন।
নগদের এই ক্যাম্পেইনে গ্রাহকদের হাটে যাওয়ার বদলে গরুর হাটই চলে যাবে তাঁদের বাড়িতে। নগদে টাইম স্লট বুকিং দিলে নির্ধারিত সময়ে গরুর হাট নিয়ে নগদ পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। এর জন্য নগদ গ্রাহকদের একটি ফরম পূরণ করতে হবে এবং নগদ নম্বর ও নাম-ঠিকানা দিয়ে এবং পছন্দ অনুযায়ী দিন-তারিখ নির্ধারণ করে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন।
এই ক্যাম্পেইনের বিষয়ে নগদের উপব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘মানুষের জীবন আরও কীভাবে সহজ করা যায়, তা নিয়ে শুরু থেকেই কাজ করছে নগদ। সামনের দিনে ডিজিটাল ব্যাংক হবে আরেকটি মাধ্যম। এবারের কোরবানি ঈদে কোরবানির পশু কেনার জন্য গ্রাহকের দ্বারে হাট নিয়ে যাওয়া আইডিয়াটিও মানুষের জীবন সহজ করার একটি প্রক্রিয়ার অংশ।’
এই ক্যাম্পেইনে একজন নগদ গ্রাহক একাধিকবার ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন। প্রতিবারে ভিন্ন ভিন্ন দিন-তারিখ নির্ধারণ করেও বুকিং দিতে পারবেন নগদ গ্রাহকেরা। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন যেকোনো সময় নগদের ফরম-এর নিচের বাটনে ক্লিক করে বুকিং দেওয়া যাবে।
ফরম পূরণ করে বুকিং দেওয়ার মাধ্যমে গ্রাহক বিজয়ী হওয়া সাপেক্ষে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য সম্মতি দেবেন। এরপর ট্রাকে থাকা কোরবানির পশুর ব্যাপারে সব তথ্য ও নির্ধারিত মূল্য ট্রাকে থাকা নগদের ভলান্টিয়ারের কাছে পাওয়া যাবে।
বিজয়ী গ্রাহক তাঁর বাসায় আনা অপশনগুলোর মধ্যে দাম ও পছন্দ অনুযায়ী কোরবানির পশু নগদ পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল উপযুক্ত গ্রাহকদের মধ্য থেকে দ্বৈবচয়ন ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
কোরবানির পশু কেনার ঝক্কি কমাতে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এসেছে অভিনব এক ক্যাম্পেইন। কোরবানির পশু কিনতে কয়েকটি ধাপ অনুসরণ করে নগদ গ্রাহকেরা নিজের বাড়িতে থেকে পছন্দমতো পশু কিনতে পারবেন।
নগদের এই ক্যাম্পেইনে গ্রাহকদের হাটে যাওয়ার বদলে গরুর হাটই চলে যাবে তাঁদের বাড়িতে। নগদে টাইম স্লট বুকিং দিলে নির্ধারিত সময়ে গরুর হাট নিয়ে নগদ পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। এর জন্য নগদ গ্রাহকদের একটি ফরম পূরণ করতে হবে এবং নগদ নম্বর ও নাম-ঠিকানা দিয়ে এবং পছন্দ অনুযায়ী দিন-তারিখ নির্ধারণ করে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন।
এই ক্যাম্পেইনের বিষয়ে নগদের উপব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘মানুষের জীবন আরও কীভাবে সহজ করা যায়, তা নিয়ে শুরু থেকেই কাজ করছে নগদ। সামনের দিনে ডিজিটাল ব্যাংক হবে আরেকটি মাধ্যম। এবারের কোরবানি ঈদে কোরবানির পশু কেনার জন্য গ্রাহকের দ্বারে হাট নিয়ে যাওয়া আইডিয়াটিও মানুষের জীবন সহজ করার একটি প্রক্রিয়ার অংশ।’
এই ক্যাম্পেইনে একজন নগদ গ্রাহক একাধিকবার ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন। প্রতিবারে ভিন্ন ভিন্ন দিন-তারিখ নির্ধারণ করেও বুকিং দিতে পারবেন নগদ গ্রাহকেরা। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন যেকোনো সময় নগদের ফরম-এর নিচের বাটনে ক্লিক করে বুকিং দেওয়া যাবে।
ফরম পূরণ করে বুকিং দেওয়ার মাধ্যমে গ্রাহক বিজয়ী হওয়া সাপেক্ষে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য সম্মতি দেবেন। এরপর ট্রাকে থাকা কোরবানির পশুর ব্যাপারে সব তথ্য ও নির্ধারিত মূল্য ট্রাকে থাকা নগদের ভলান্টিয়ারের কাছে পাওয়া যাবে।
বিজয়ী গ্রাহক তাঁর বাসায় আনা অপশনগুলোর মধ্যে দাম ও পছন্দ অনুযায়ী কোরবানির পশু নগদ পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল উপযুক্ত গ্রাহকদের মধ্য থেকে দ্বৈবচয়ন ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপে ব্যবসায়ীরা যখন অস্থির, ঠিক সে সময় চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ বাড়ানোর প্রস্তাব এসেছে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ (মাশুল) ৭০ থেকে ১০০ শতাংশ ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ ২৯ থেকে ১০০ শতাংশ...
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা; যেখানে প্রতিদিন বই-খাতা হাতে শিশুরা আসে স্বপ্ন বুনতে, ভবিষ্যতের পথ গড়তে। সেই চেনা প্রাঙ্গণ হঠাৎ রূপ নিয়েছে এক মর্মান্তিক ধ্বংসস্তূপে। ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর।
১১ ঘণ্টা আগেবিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
১৪ ঘণ্টা আগে