বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বুধবার (২ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বাটার ফ্ল্যাগশিপ স্টোর-যমুনা ফিউচার পার্কে বাটা গিফট কার্ডের উদ্বোধন করেছে।
বাটা বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর, ইলিয়াস আহমেদ ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর, আরফানুল হক, হেড অব মার্কেটিং, নুসরাত হাসান, কোম্পানি সচিব, রিয়াজুর ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাটা গিফট কার্ডগুলো, ক্রেতারা নির্দিষ্ট বাটার স্টোরগুলোতে বাটার পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। ক্রেতারা নির্দিষ্ট বাটা স্টোর থেকে এ সকল কার্ড কিনতে পারবেন, যা তাঁরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের উপহার দিতে পারবেন। কোম্পানি বা যেকোনো ব্যক্তি যারা তাঁদের ক্রেতাদের বা কর্মীদের উপহার দিতে চান, তাঁরা বাটা গিফট কার্ড কিনে উপহার দিতে পারবেন।
শুরুতে এই প্রোগ্রামটি ২০টি নির্দিষ্ট বাটা স্টোরে চালু হচ্ছে এবং এর সংখ্যা খুব দ্রুত বাড়ানো হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাটার স্টোর রয়েছে, যেখান থেকে ক্রেতারা সহজেই বাটা গিফট কার্ড কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবে।
বাটা গিফট কার্ডগুলো তিনটি মূল্যমানে ১০০০ টাকা, ২০০০ টাকা এবং ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা ২০টি নির্দিষ্ট বাটা স্টোর থেকে এই গিফট কার্ড কিনতে পারবেন।
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বুধবার (২ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বাটার ফ্ল্যাগশিপ স্টোর-যমুনা ফিউচার পার্কে বাটা গিফট কার্ডের উদ্বোধন করেছে।
বাটা বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর, ইলিয়াস আহমেদ ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর, আরফানুল হক, হেড অব মার্কেটিং, নুসরাত হাসান, কোম্পানি সচিব, রিয়াজুর ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাটা গিফট কার্ডগুলো, ক্রেতারা নির্দিষ্ট বাটার স্টোরগুলোতে বাটার পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। ক্রেতারা নির্দিষ্ট বাটা স্টোর থেকে এ সকল কার্ড কিনতে পারবেন, যা তাঁরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের উপহার দিতে পারবেন। কোম্পানি বা যেকোনো ব্যক্তি যারা তাঁদের ক্রেতাদের বা কর্মীদের উপহার দিতে চান, তাঁরা বাটা গিফট কার্ড কিনে উপহার দিতে পারবেন।
শুরুতে এই প্রোগ্রামটি ২০টি নির্দিষ্ট বাটা স্টোরে চালু হচ্ছে এবং এর সংখ্যা খুব দ্রুত বাড়ানো হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাটার স্টোর রয়েছে, যেখান থেকে ক্রেতারা সহজেই বাটা গিফট কার্ড কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবে।
বাটা গিফট কার্ডগুলো তিনটি মূল্যমানে ১০০০ টাকা, ২০০০ টাকা এবং ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা ২০টি নির্দিষ্ট বাটা স্টোর থেকে এই গিফট কার্ড কিনতে পারবেন।
খাগড়াছড়ির রসুলপুর গ্রামের টিলায় দাঁড়ালে এখন চোখে পড়ে সারি সারি খেজুরগাছ। হলুদাভ বারহি জাতের খেজুর থোকায় থোকায় ঝুলে রয়েছে, যা বছর কয়েক আগেও স্থানীয় বাসিন্দাদের কল্পনায় ছিল না। অথচ এখন সেই বাগানে ভিড় করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
২ ঘণ্টা আগেগত দশকে পাহাড়ি এলাকায় কাজুবাদামের চাষ দ্রুত বেড়েছে। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকা এখন দেশের প্রধান উৎপাদন কেন্দ্র। আধুনিক যন্ত্র ব্যবহার, স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যাভ্যাসে কাজুবাদামের চাহিদা বৃদ্ধি এবং দেশীয় প্রক্রিয়াজাত কোম্পানির বিনিয়োগের কারণে দেশীয় উৎপাদন...
৪ ঘণ্টা আগেকমবেশি ৪৫০ টন জুয়েলারি (গয়না) পণ্য আমদানি করা হয়েছে। পণ্যটি আমদানি করলে নিয়ম অনুযায়ী প্রতি টনের জন্য সরকারকে কর দিতে হয় ৩ লাখ টাকা। রাজস্বের অঙ্ক দাঁড়ায় বেশ কয়েক কোটি। কর ফাঁকি দিতে অসাধু আমদানিকারক তাই জুয়েলারি আমদানি করলেও ঘোষণা দিয়েছেন কৃত্রিম মানব অঙ্গপ্রত্যঙ্গের।
৪ ঘণ্টা আগেনাসা গ্রুপের মালিকানাধীন রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে শিল্পগ্রুপটিকে সহায়তা করতে যাচ্ছে সরকার। নাসার খেলাপি হয়ে পড়া ঋণ সহজে পুনঃ তফসিল করে গ্রুপটিকে এলসি খোলার সুযোগ দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে