Ajker Patrika

বাটা গিফট কার্ডের উদ্বোধন

বাটা গিফট কার্ডের উদ্বোধন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বুধবার (২ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বাটার ফ্ল্যাগশিপ স্টোর-যমুনা ফিউচার পার্কে বাটা গিফট কার্ডের উদ্বোধন করেছে। 

বাটা বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর, ইলিয়াস আহমেদ ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর, আরফানুল হক, হেড অব মার্কেটিং, নুসরাত হাসান, কোম্পানি সচিব, রিয়াজুর ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

বাটা গিফট কার্ডগুলো, ক্রেতারা নির্দিষ্ট বাটার স্টোরগুলোতে বাটার পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। ক্রেতারা নির্দিষ্ট বাটা স্টোর থেকে এ সকল কার্ড কিনতে পারবেন, যা তাঁরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের উপহার দিতে পারবেন। কোম্পানি বা যেকোনো ব্যক্তি যারা তাঁদের ক্রেতাদের বা কর্মীদের উপহার দিতে চান, তাঁরা বাটা গিফট কার্ড কিনে উপহার দিতে পারবেন। 

শুরুতে এই প্রোগ্রামটি ২০টি নির্দিষ্ট বাটা স্টোরে চালু হচ্ছে এবং এর সংখ্যা খুব দ্রুত বাড়ানো হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাটার স্টোর রয়েছে, যেখান থেকে ক্রেতারা সহজেই বাটা গিফট কার্ড কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবে। 

বাটা গিফট কার্ডগুলো তিনটি মূল্যমানে ১০০০ টাকা, ২০০০ টাকা এবং ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা ২০টি নির্দিষ্ট বাটা স্টোর থেকে এই গিফট কার্ড কিনতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত