Ajker Patrika

জিপিএইচ ইস্পাত ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জিপিএইচ ইস্পাত ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সম্প্রতি জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইস) পরিচালক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যৌথ গবেষণায় সহযোগিতা, ফেলোশিপ, ইন্টার্নশিপ, পারস্পরিক গবেষণাগার ব্যবহারের সুযোগ, পণ্যের মানোন্নয়নে গবেষণা ইত্যাদি সুবিধা প্রদানের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে জিপিএইচ ইস্পাত ও বুয়েট যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ্ খন্দকার, জিপিএইচ ইস্পাত লিমিটেডের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া, জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, পরিচালক আশরাফুজ্জামান, আবদুল আহাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বুয়েটের বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধানসহ বুয়েটের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত