Ajker Patrika

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভ্যালের সমাপনী, টুর্নামেন্ট সেরা মাঝহারুল ইসলাম

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভ্যালের সমাপনী, টুর্নামেন্ট সেরা মাঝহারুল ইসলাম

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৪ ’। গত বৃহস্পতিবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই স্পোর্টস কার্নিভ্যাল। 

সমাপনী দিনে বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আর্চারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী। 

অনুষ্ঠানের শুরুতে বিএসজেএয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মণ্ডলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বাবু। 

আরিফুর রহমান বলেন, ‘ওয়ালটন আমাদের এই পথচলার দীর্ঘদিনের সঙ্গী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নতুন করে গঠিত হচ্ছে। এমন সময়েও ওয়ালটন আমাদের সঙ্গে আছে। আশা করি ভবিষ্যতেও তারা পাশে থাকবে।’ 

আর্চারি তারকা রোমান সানা বলেন, ‘সাংবাদিকেরা আমাদের পাশে থাকে। তাদের জন্যই আমরা আলোচিত হয়েছি। তারা আমাদেরকে দেশের কাছে তুলে ধরেছে। আপনাদের এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে।’ 

আরেক আর্চারি তারকা দিয়া সিদ্দিকী বলেন, ‘আমার সব সময় ইচ্ছে আপনাদের খেলা দেখার। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু আপনারা আমাদের তুলে ধরেন। আপনারা যখন খেলবেন, তখন বুঝতে পারবেন প্রতিটা খেলা কতটা কঠিন। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজনে থাকতে পারব।’ 

নিজের বক্তব্যে বিএসজেএর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ইকবাল বিন আনোয়ার (ডন) ও রবিউল ইসলাম মিলটন। ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। 

সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের নামই এখন হয়ে গেছে ওয়ালটন-বিএসজেএ। দুটি প্রতিষ্ঠান এখন এক হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত