Ajker Patrika

বগুড়ায় ‘বিজনেস কনফারেন্স’ আয়োজন আইএফআইসি ব্যাংকের

বগুড়ায় ‘বিজনেস কনফারেন্স’ আয়োজন করল আইএফআইসি ব্যাংক। ছবি: সংগৃহীত
বগুড়ায় ‘বিজনেস কনফারেন্স’ আয়োজন করল আইএফআইসি ব্যাংক। ছবি: সংগৃহীত

রাজশাহী ও রংপুর অঞ্চলের সব শাখা-উপশাখার কর্মীদের নিয়ে ‘আইএফআইসি লারজেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ আয়োজন করেছে ১ হাজারর ৪০০ বেশি শাখা-উপশাখা নিয়ে গঠিত দেশের অন্যতম ব্যাংক আইএফআইসি। গত শুক্রবার বগুড়া সদরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় ব্যাংকটির রাজশাহী ও রংপুর অঞ্চলের ২২ শাখা ও ১৬৬ উপশাখার কর্মীরা।

দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শক্তিশালী ডিপোজিট গ্রোথ ও মানবসম্পদের ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। তিনি ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে বর্তমানে গুড গভর্ন্যান্স নিশ্চিতকরণ ও কর্মীদের পেশাদারি নিশ্চিতে ব্যাংকের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি উপস্থিত কর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট শাখা-উপশাখার কর্মীদের সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত