Ajker Patrika

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা-মালদ্বীপ রুটে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৮
আজ থেকে শুরু হচ্ছে ঢাকা-মালদ্বীপ রুটে ইউএস-বাংলার ফ্লাইট

আজ থেকে শুরু হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-মালদ্বীপ রুটে ফ্লাইট। প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার এই রুটে দেশের একমাত্র এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলা সরাসরি এই ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ঢাকা থেকে মালে রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট চলবে বলে জানা গেছে। 

ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, তাদের বিমান প্রতি মঙ্গলবার ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে বেলা ১১টা ১০ মিনিটে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ৩৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে মালের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ ছাড়া প্রতি রোববার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে ট্যাক্স, সারচার্জসহ ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা এবং রিটার্ন ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত