Ajker Patrika

বছরের সেরা ইনস্পায়ারিং রিটেইলারের পুরস্কার পেল ইলেকট্রো মার্ট

বছরের সেরা ইনস্পায়ারিং রিটেইলারের পুরস্কার পেল ইলেকট্রো মার্ট

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল পুরস্কারের দ্বিতীয় আসর। এতে দেশের রিটেইল শিল্পের ৫০ উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। ‘ইনস্পায়ারিং রিটেইলার অফ দ্য ইয়ার ২০২৪’ ক্যাটাগরিতে ইলেকট্রো মার্ট লিমিটেড জিতে নিয়েছে সেরা রিটেইলার পুরস্কার। 

গত শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর। ইলেকট্রো মার্টের পক্ষে ডিএমডি মো. নুরুল আফছার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মাননা গ্রহণ করেন। 

গুণগতমানের পণ্য উৎপাদন, নিত্য নতুন উদ্ভাবন, বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের সুবাদে ইলেকট্রনিকস ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য বিপণনে রিটেইল সেক্টরে সারা দেশে এখন এক অনুকরণীয় প্রতিষ্ঠান-ইলেকট্রো মার্ট লিমিটেড। ইলেকট্রো র্মাট গ্রুপরে বিশ্বমানের কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্য পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘর। প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকদের চাওয়া-পাওয়ার। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্ট ২৫ বছরের ও বেশি সময় দেশে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্য বিশ্বস্ততা, সুনাম, আস্থা ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ ও বাজারজাত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত