Ajker Patrika

বিশ্ব ট্রমা দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৬: ৫৮
বিশ্ব ট্রমা দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব ট্রমা দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ট্রমা বিভাগ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, বিএসএমএমউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অত্র হাসপাতালের নিউরো সার্জারির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাদের হোসেন, নিউরোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আলমগীর। এ ছাড়া অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিউরোট্রমা বিভাগের ইউনিট-২-এর সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালাম, নিউরোট্রমা সম্পর্কিত বৈজ্ঞানিক বিষয় উপস্থাপন করেন ডা. মো. ইসমাইল হোসেন ও ডা. মোহাম্মদ শামসুল আরিফিন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত চিকিৎসক ও নার্সরা। আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আঘাতজনিত রোগীর চিকিৎসা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত