Ajker Patrika

শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৫০ জনকে পরিবেশ অধিদপ্তরের টিওটি প্রশিক্ষণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৪৬
শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৫০ জনকে পরিবেশ অধিদপ্তরের টিওটি প্রশিক্ষণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের ১৫০ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে ট্রেনিং অব দ্য ট্রেনার্স (টিওটি) দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ শনিবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

আজ সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ টিওটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। 

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম, শব্দদূষণের কারণ, ক্ষতিকর প্রভাব, করণীয় ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ও প্রকল্প পরিচালক সৈয়দা মাছুমা খানম। 

বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের প্রশিক্ষক এবং কর্মকর্তাদের টিওটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্বের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে তাঁরা যেন প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করেন যা সারা দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই টিওটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। 

টিওটি প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হুসনে কমর ওসমানী, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এবং বিআরটিএয়ের পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত