Ajker Patrika

তিলোত্তমার ফ্ল্যাগশিপ শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শনে স্পেনের রাষ্ট্রদূত

তিলোত্তমার ফ্ল্যাগশিপ শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শনে স্পেনের রাষ্ট্রদূত

রাজধানী ঢাকার গুলশানে তিলোত্তমা বাংলা গ্রুপের ফ্ল্যাগশিপ শোরুম এবং এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের মাননীয় রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস। সোমবার তিনি এই পরিদর্শনে যান। এ সময় তিলোত্তমা বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহরিয়ার সাজ্জাদ ও গ্রুপের শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিলোত্তমা বাংলা গ্রুপ ৪০ বছর ধরে বাংলাদেশে উচ্চমানের নির্মাণ সামগ্রী ও আধুনিক ফিটিংসের শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে চলেছে। ২০০৩ সাল থেকে বাংলাদেশে অবকাঠামো নির্মাণে স্প্যানিশ সিরামিক পণ্যের প্রসারে অবদান রেখে চলেছে তিলোত্তমা। নানা ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে স্প্যানিশ সিরামিক পণ্যের মাধ্যমে দেশটির সংস্কৃতির আবহ ফুটিয়ে তুলছে তিলোত্তমা। 

শোরুম পরিদর্শনকালে স্প্যানিশ নানা ব্র্যান্ডের সিরামিক পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মাননীয় রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের সঙ্গে স্পেনের দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ব্যাপারে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এ সময় তিলোত্তমা বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘স্পেনের সঙ্গে ব্যবসা এবং বন্ধুত্বের একটি নতুন দিগন্ত প্রসারিত করার দিকে নজর দিচ্ছে তিলোত্তমা।’ যা দেশের ও বিশ্ব অর্থনীতিতে আরও অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত