অনলাইন ডেস্ক
নাভানা লিমিটেড একই মঞ্চে টয়োটার ৩টি নতুন মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল। নতুন গাড়ির মডেল তিনটি হলো—টয়োটা রেইজ, থার্ড জেনারেশনের টয়োটা আভানজা এবং টয়োটা ভেলোজ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শোরুমে আয়োজিত এক প্রেস লঞ্চে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো উন্মোচন করা হয়।
রেইজ-দ্যা গেইম চেঞ্জার: প্রথমেই আসা যাক টয়োটা রেইজ প্রসঙ্গে। এ গাড়িটি একটি কমপ্যাক্ট এসইউভি, যেটি একটি ১ লিটার টার্বো এসিউভি এবং যার ট্রান্সমিশনটি নতুন সিভিটি ট্রান্সমিশন-ডিসিভিটি। এই কমপ্যাক্ট এসইউভি’র দাম ৩৪ লাখ টাকা। রেইজের এক্সটেরিয়রটি বেশ প্রাণবন্ত এবং স্পোর্টি। গাড়ির অ্যারো ডাইনামিক ডিজাইনকে আরও অনেক বেশি আকর্ষণীয় করেছে এর ফ্রন্ট গ্রিল, সঙ্গে স্টাইলিশ এলইডি হেডলাইটস্। নাভানা লিমিটেড শিগগিরই তার লাইন-আপে ১.২ লিটার রেইজ যোগ করবে।
আভানজা: টয়োটার লাইনআপে যুক্ত হচ্ছে থার্ড জেনারেশনের নতুন আভানজা। ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে আসার পর থেকেই আভানজা বাংলাদেশের গাড়ি মালিকদের কাছে একটি জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। আভানজা ১.৫ লিটারের একটি এমভিপি, যা ব্র্যান্ড নিউ গাড়ির সেগমেন্টে বেশ সাশ্রয়ী মূল্যের একটি সেভেন সিটার। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৮০ এম. এম.) এবং লাগেজ রাখার জন্য বিস্তৃত জায়গা। নতুন থার্ড জেনারেশনের এই আভানজার এক্সটেরিয়র লুক বেশ আকর্ষণীয় এবং এর ফ্রন্ট হুইল ড্রাইভ এবং সিভিটি ট্রান্সমিশন সজ্জিত। গাড়ির পেছনের সিটগুলো ইজি চেয়ারে রূপান্তরিত করা যায়, যা আপনার ভ্রমণকে করবে আরও আরামদায়ক। থার্ড জেনারেশনের এই আভানজার দাম ৩৫ লাখ টাকা।
ভেলোজ: দিনের শেষ আকর্ষণ হিসেবে সবার নজর কেড়েছিল নতুন ভেলোজ। ভেলোজ একটি সিভিটি ট্রান্সমিশনের ১.৫ লিটার সেভেন সিটার এসইউভি। এতে রয়েছে ৩টি ড্রাইভিং মোড-নরমাল, স্পোর্টস এবং ইকো। এই সেভেন সিটারে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৯০ এম. এম.) এবং ডুয়াল এসি। এতে আরও যুক্ত হয়েছে সিনথেটিক লেদার সিটিং ম্যাটেরিয়াল, পুশ স্টার্ট এবং ফোনের জন্য ওয়্যারলেস চার্জারসহ ১৬ ইঞ্চি অ্যালয়। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরামদায়ক ভ্রমণের জন্য ভেলোজ একটি দারুণ সেভেন সিটার এসইউভি। নতুন ভেলোজ পাওয়া যাবে ৪১ লাখ টাকায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চীফ অপারেটিং অফিসার আহমেদ সাকিব, টয়োটার চীফ রিপ্রেজেনটেটিভ তরু মরি সান, টয়োটা বাংলাদেশের হেড অফ সেলস মুনতাসির প্রমুখ।
নাভানা লিমিটেড একই মঞ্চে টয়োটার ৩টি নতুন মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল। নতুন গাড়ির মডেল তিনটি হলো—টয়োটা রেইজ, থার্ড জেনারেশনের টয়োটা আভানজা এবং টয়োটা ভেলোজ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শোরুমে আয়োজিত এক প্রেস লঞ্চে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো উন্মোচন করা হয়।
রেইজ-দ্যা গেইম চেঞ্জার: প্রথমেই আসা যাক টয়োটা রেইজ প্রসঙ্গে। এ গাড়িটি একটি কমপ্যাক্ট এসইউভি, যেটি একটি ১ লিটার টার্বো এসিউভি এবং যার ট্রান্সমিশনটি নতুন সিভিটি ট্রান্সমিশন-ডিসিভিটি। এই কমপ্যাক্ট এসইউভি’র দাম ৩৪ লাখ টাকা। রেইজের এক্সটেরিয়রটি বেশ প্রাণবন্ত এবং স্পোর্টি। গাড়ির অ্যারো ডাইনামিক ডিজাইনকে আরও অনেক বেশি আকর্ষণীয় করেছে এর ফ্রন্ট গ্রিল, সঙ্গে স্টাইলিশ এলইডি হেডলাইটস্। নাভানা লিমিটেড শিগগিরই তার লাইন-আপে ১.২ লিটার রেইজ যোগ করবে।
আভানজা: টয়োটার লাইনআপে যুক্ত হচ্ছে থার্ড জেনারেশনের নতুন আভানজা। ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে আসার পর থেকেই আভানজা বাংলাদেশের গাড়ি মালিকদের কাছে একটি জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। আভানজা ১.৫ লিটারের একটি এমভিপি, যা ব্র্যান্ড নিউ গাড়ির সেগমেন্টে বেশ সাশ্রয়ী মূল্যের একটি সেভেন সিটার। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৮০ এম. এম.) এবং লাগেজ রাখার জন্য বিস্তৃত জায়গা। নতুন থার্ড জেনারেশনের এই আভানজার এক্সটেরিয়র লুক বেশ আকর্ষণীয় এবং এর ফ্রন্ট হুইল ড্রাইভ এবং সিভিটি ট্রান্সমিশন সজ্জিত। গাড়ির পেছনের সিটগুলো ইজি চেয়ারে রূপান্তরিত করা যায়, যা আপনার ভ্রমণকে করবে আরও আরামদায়ক। থার্ড জেনারেশনের এই আভানজার দাম ৩৫ লাখ টাকা।
ভেলোজ: দিনের শেষ আকর্ষণ হিসেবে সবার নজর কেড়েছিল নতুন ভেলোজ। ভেলোজ একটি সিভিটি ট্রান্সমিশনের ১.৫ লিটার সেভেন সিটার এসইউভি। এতে রয়েছে ৩টি ড্রাইভিং মোড-নরমাল, স্পোর্টস এবং ইকো। এই সেভেন সিটারে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৯০ এম. এম.) এবং ডুয়াল এসি। এতে আরও যুক্ত হয়েছে সিনথেটিক লেদার সিটিং ম্যাটেরিয়াল, পুশ স্টার্ট এবং ফোনের জন্য ওয়্যারলেস চার্জারসহ ১৬ ইঞ্চি অ্যালয়। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরামদায়ক ভ্রমণের জন্য ভেলোজ একটি দারুণ সেভেন সিটার এসইউভি। নতুন ভেলোজ পাওয়া যাবে ৪১ লাখ টাকায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চীফ অপারেটিং অফিসার আহমেদ সাকিব, টয়োটার চীফ রিপ্রেজেনটেটিভ তরু মরি সান, টয়োটা বাংলাদেশের হেড অফ সেলস মুনতাসির প্রমুখ।
দুই বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে ড্রাগন গ্রুপের প্রয়াত কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুসের (ওসি কুদ্দুস) মালিকানাধীন রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য রয়েছে, যা বিমা আইন, ২০১০-এর সুস্পষ্ট লঙ্ঘন।
১৮ মিনিট আগেসার্ফ এক্সেল নিয়ে এসেছে দারুণ একটি নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস। উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা। রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মরত কর্মকর্তাদের ব্যক্তিগত সব লকার সাময়িকভাবে ফ্রিজ (স্থগিত) করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মূলত কর্মকর্তাদের অপ্রদর্শিত বিপুল...
৫ ঘণ্টা আগেদেশের সিরামিক শিল্প চরম সংকটে। গ্যাস-সংকট, আইনশৃঙ্খলার অবনতি এবং উৎপাদন ব্যয়ের চাপ শিল্পটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। গ্যাসের সরবরাহ নেই, ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একের পর এক অর্ডার বাতিল হচ্ছে, বিনিয়োগকারীদের আগ্রহ কমছে। এক বছর ধরে এই খাত চরম দুরবস্থার মধ্যে আছে।
১৯ ঘণ্টা আগে