শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেওয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এল ফর্টিফায়েড টক দই যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
এ বিষয়ে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’
শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক-যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’
শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে।
এ ছাড়া, ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনে (https://www.grameendanone.net/#yogurts) অর্ডার করা যাবে।
শক্তি+ হলো গ্রামীণ ড্যানোন ফুডসের একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।
শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেওয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এল ফর্টিফায়েড টক দই যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
এ বিষয়ে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’
শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক-যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’
শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে।
এ ছাড়া, ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনে (https://www.grameendanone.net/#yogurts) অর্ডার করা যাবে।
শক্তি+ হলো গ্রামীণ ড্যানোন ফুডসের একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম কমেছে। আন্তর্জাতিক রুটে লিটারপ্রতি ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করা হয়েছে। আর অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১ ঘণ্টা আগেমোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে। গত ৭ মে হাইকোর্টের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে আবেদনকারীকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে নির্দেশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেবিনিয়োগকারীরাও এই উত্তেজনা প্রশমনের খবরে স্বস্তি প্রকাশ করেছেন। ঘোষণা আসার পরই এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩ দশমিক ২ শতাংশের বেশি বেড়ে যায়, ডাও জোন্স বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ এবং নাসডাক বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ।
৭ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রায় টানা পতনের ধারায় রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। দরপতনের কারণে হাজার হাজার টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে নানা পদক্ষেপ নিলেও বাজারে আস্থা ফেরেনি। অবশেষে নয় মাস পর হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৮ ঘণ্টা আগে