শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেওয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এল ফর্টিফায়েড টক দই যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
এ বিষয়ে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’
শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক-যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’
শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে।
এ ছাড়া, ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনে (https://www.grameendanone.net/#yogurts) অর্ডার করা যাবে।
শক্তি+ হলো গ্রামীণ ড্যানোন ফুডসের একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।
শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেওয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এল ফর্টিফায়েড টক দই যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
এ বিষয়ে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’
শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক-যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’
শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে।
এ ছাড়া, ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনে (https://www.grameendanone.net/#yogurts) অর্ডার করা যাবে।
শক্তি+ হলো গ্রামীণ ড্যানোন ফুডসের একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।
এ সময় তিনি এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর জন্য পাঁচটি কারণ বা যুক্তি তুলে ধরেন। সেগুলো হচ্ছে—১. ভালো বাণিজ্য দর-কষাকষির জন্য, ২. তৈরি পোশাকের বাইরে রপ্তানি বৈচিত্র্য আনা, ৩. শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ৪. বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ৫. প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু সহনশীলতা টেকসই করা।
২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এর পর থেকে গতকাল বুধবার পর্যন্ত প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
৪ ঘণ্টা আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি ব্রিটিশ পাউন্ড স্টারলিং ও ইউরোর দামও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক থেকে রক্ষা পেতে ইন্দোনেশিয়ায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা সম্প্রসারণে ঝুঁকছে চীনা কোম্পানিগুলো। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ জনবহুল দেশটিতে বিনিয়োগের নতুন ঢল নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে