Ajker Patrika

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি সই

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি সই

বাংলাদেশ ব্যাংকের গঠন করা পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণকারী হিসেবে ব্যাংকটির সঙ্গে চুক্তি সই করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের অনুলিপি আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদের কাছে হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মো. জহুরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত