Ajker Patrika

সাদ গ্রুপের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২: ১৮
সাদ গ্রুপের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

সাদ গ্রুপের সঙ্গে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। গত ২৭ মে সাদ গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। 

বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডেনিম এবং তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রসিদ্ধ সাদ গ্রুপ। এই চুক্তির অধীনে সাদ গ্রুপের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস এবং ফিক্সড ডিপোজিটসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিংয়ের নানাবিধ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সুবিধা তাঁদের দেবে অন্যরকম এক ব্যাংকিং অভিজ্ঞতা। 

সাদ গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং সাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নুর-ই-ইয়াসমিন ফাতিমা। 
 
চুক্তির সময় সাদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) মারুফ হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, করপোরেট ব্যাংকিং (ঢাকা)-এর এরিয়া হেড-১ আবু সাদাত চৌধুরী এবং হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত