Ajker Patrika

বিকাশে ২০ দিনে রেমিট্যান্স এসেছে ৫১৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
বিকাশে ২০ দিনে রেমিট্যান্স এসেছে ৫১৭ কোটি টাকা

প্রবাসীদের কাছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ, ঝামেলাহীন ও তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠানোর এই সেবা বেশি ব্যবহার করছেন প্রবাসীরা।

এ বছর রমজান মাসের প্রথম ২০ দিনে ১১০টিরও বেশি দেশ থেকে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ৫১৭ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে ২০২৩ সালে বিকাশের মাধ্যমে এসেছিল ৬ হাজার ২৫২ কোটি টাকার রেমিট্যান্স। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।

বিকাশে এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ পাচ্ছেন প্রবাসীর স্বজনেরা। সারা দেশের ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৭০০ এটিএম বুথ থেকে প্রতি হাজারে ৭ টাকা খরচে রেমিট্যান্সের অর্থ ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকেরা। ইউএসএসডি চ্যানেল *২৪৭# এবং বিকাশ অ্যাপ উভয় পদ্ধতিতে এটিএম ক্যাশ আউটে ৭ টাকার সাশ্রয়ী খরচ উপভোগ করছেন রেমিট্যান্স গ্রহীতারা।

পাশাপাশি, এজেন্ট থেকে ক্যাশ আউটও আরও সাশ্রয়ী হয়েছে। এখন মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে দুটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত