Ajker Patrika

লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদ্‌যাপন

বিজ্ঞপ্তি
Thumbnail image

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের করপোরেট হেড অফিস বনানী সংলগ্ন হোটেল সারিনাতে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদ্‌যাপন করেছে। গত ৬ই মার্চের উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার। 

এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘এম্ব্রেস ইকুইটি’ আদর্শ রেখে বৈষম্যমুক্ত বিশ্ব গঠন ও নারী ক্ষমতায়নের বন্ধনকে আরও সুদৃঢ়করণের মাধ্যমে দেশ ও বিশ্বের প্রযুক্তিগত আর্থসামাজিক সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া ছিল আলোচনার মূল লক্ষ্যবস্তু। 

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং ডিজিটাল দক্ষতার বিকাশ, ট্রান্সফর্মেটিভ প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার অগ্রগতি, কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও শিখা প্ল্যাটফর্ম এর কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রতিষ্ঠানটির নারীদের সকল বাধা-বিপত্তি পেরিয়ে, অসম্ভবকে জয় করে আরও সামনের দিকে এগিয়ে আসার জন্য উৎসাহ উদ্দীপনা প্রেরণ করেন। 

পাশাপাশি অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হিউম্যান রিসোর্সেস ডিভিশন প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ নারী সহকর্মীবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আত্মপ্রত্যয়ী হওয়ার মাধ্যমে নিজ পরিবারের, দেশের ও সমাজের উন্নয়নের পথে সদা অগ্রসরমাণ থাকার আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত